কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়ায় নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ২৪ জন আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এদিকে হাসপাতালে প্রয়োজনীয় ঔষধের সংকটের পাশাপাশি পল্লীবিদ্যুতের মাত্রাতিরিক্ত
লোডশেডিংয়ের কারণে এখানে
ভর্তি হওয়া শিশুদের সরকারিভাবে কাঙ্খিত চিকিৎসাসেবা দেওয়াও সম্ভব হচ্ছে না।
ভর্তি হওয়া শিশুদের সরকারিভাবে কাঙ্খিত চিকিৎসাসেবা দেওয়াও সম্ভব হচ্ছে না।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে
উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৪ জন শিশু উপজেলা হাসপাতালে ভর্তি
হয়েছে। এর মধ্যে এখনও সাতজন শিশু ভর্তি রয়েছে। তবে প্রয়োজনের সময় বিদ্যুৎ না থাকায় নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা (নেবুলাইজেশন) দেওয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া হাসপাতালে প্রয়োজনীয় ইনজেকশনসহ অন্যান্য ঔষধেরও সংকট রয়েছে। এতে হাসপাতালে ভর্তি হওয়া নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় ঔষধ তাদের অভিভাবকেরা বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছে।
এর সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো.সাইফুল ইসলাম মঙ্গলবার সকালে জানান,‘ঠান্ডাজনিত আবহাওয়ার কারণে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। তবে হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য সরকারিভাবে
ইনজেকশনের সংকট রয়েছে। তাছাড়া প্রয়োজনের সময় বিদ্যুৎ না থাকায় আক্রান্ত
শিশুদের নেবুলাইজিং করাও সম্ভব হচ্ছে না।
পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার সকাল ৭: ৩২ মিনিট, ০৩ অক্টোবর, ২০১২।
No comments:
Post a Comment