পরিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মদন উপজেলার কদমশ্রী গ্রামের প্রভাত চন্দ্র সরকারের মেয়ে পল্লবী সরকারকে
অপহরণ করে নিয়ে যায়। পুলিশ প্রশাসনের সহযোগিতায় বুধবার
কিশোরগঞ্জের ঘাইটাল এলাকা থেকে অপহরণকারী মদন উপজেলার চানগাঁও গ্রামের খোকন মিয়ার ছেলে আজিজুল হক (২০)সহ পল্লবী সরকারকে আটক করে মদন থানায় নিয়ে আসে।
কিশোরগঞ্জের ঘাইটাল এলাকা থেকে অপহরণকারী মদন উপজেলার চানগাঁও গ্রামের খোকন মিয়ার ছেলে আজিজুল হক (২০)সহ পল্লবী সরকারকে আটক করে মদন থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়ার জন্য আমরা অপহরণকারী আজিজুল হককে নেত্রকোণা
কোর্টে প্রেরণ করছি। পল্লবী সরকারকে আমরা তার অভিভাবকের নিকট হস্তান্তর করব।
পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার বিকেল ৪ : ০৭ মিনিট, ২৮ নভেম্বর, ২০১২।
No comments:
Post a Comment