Tuesday, November 13, 2012

হুমায়ূন আহমেদের ৬৪ জন্মদিনে কেন্দুয়ায় বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী আয়োজন করেছে


জিয়াউর রহমান জীবন কেন্দুয়া থেকে: প্রাণের উচ্ছাসে জনপ্রিয় কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে তার জন্মস্থান কেন্দুয়ায় নানা কর্মসূচী গ্রহণ করেছে বিভিন্ন সংগঠননিজ গ্রাম কুতুবপুরে  হুমায়ুন আহমেদের হাতেগড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ ২ দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করেছেশহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, দুইদিন ব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে মঙ্গলবার সকালে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুরে মিলাদ ও দোয়া এবং
সাহিত্যিকের জীবনীর ওপর আলোচনা সভা, সন্ধায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও রাতে হুমায়ূন আহমেদ রচিত ঘেটুপুত্র কমলাচলচ্চিত্র প্রদর্শন করা হবেপরদিন বুধবার হুমায়ূন আহমেদের বাবার নামে স্থাপিত শহীদ ফয়জুর রহমান স্মৃতি পাঠাগার সবার জন্য উন্মুক্ত থাকবে এবং পাঠকরা হুমায়ূন আহমেদ রচিত বিভিন্ন বই পড়ার সুযোগ পাবেএদিকে হুমায়ুন আহমেদ স্মৃতি সংসদ ও অগ্রপথিক সংগঠন মঙ্গলবার সকালে কেন্দুয়া উপজেলা সদরে এক র‌্যালী বের করবেএছাড়া দেওয়া হবে বিনামূল্যে চিকিসাসেবাকেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে একটি মেডিকেল টিম সকাল থেকে দিনব্যাপী বিনামূল্যে চিকিসা সেবা দেবেএদিকে কুন্ডুলীনামে একটি ভাঁজপত্র হুমায়ূন আহমেদকে নিবেদন করে এ সময়ের ১০ কবির কবিতা প্রকাশ করছেহুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের সম্পাদক জিয়াউর রহমান জীবন জানান, সন্ধ্যায় তারা স্থানীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভার আয়োজন করেছেঅপরদিকে সমকাল সুহৃদ সমাবেশ ও যুগান্তর স্বজন সমাবেশ এক শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করেছে

পোষ্ট :  বাংলাদেশ সময় : মঙ্গলবার সকাল ১০ : ১১ মিনিট, ১৩ নভেম্বর, ২০১২  

No comments:

Post a Comment