Wednesday, October 3, 2012

কেন্দুয়ায় কমিউনিটি ক্লিনিক গুলোতে রোগীর কাছ থেকে টাকা আদায়

কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কমিউনিটি ক্লিনিক গুলোতে গ্রামাঞ্চলে সাধারণ রোগীদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে

উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থাপিত ৩৫টি কমিউনিটি ক্লিনিকেই প্রতি রোগীর নিকট থেকে অবৈধভাবে ২টাকা করে আদায় করা হচ্ছে

এসব প্রতিটি কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন প্রায় শতাধিক রোগী চিকিসা নিতে আসেতাদের কাছ থেকে  সরকারি রশিদ ব্যতিত অবৈধ ভাবে এ টাকা আদায় করা হয়এতে ক্লিনিকে কর্মরত লোকজন হাজার হাজার  টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছেকেন্দুয়া উপজেলা পাবলিক পলিসি ফোরামের সদস্য সাংবাদিক রাখাল বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা আনিছুর রহমান আনজু, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক মজিবুর রহমান, সাংবাদিক জিয়াউর রহমান জীবন বুধবার সকালে সরজমিনে গিয়ে এসব তথ্য পান

রামচন্দ্রপুর গ্রামের মুক্তিযোদ্ধা বজলুর রহমান জানান, বেসরগাতী কমিউনিটি কিনিকে সরকারী রশিদ ছাড়া প্রতিরোগীর কাছ থেকে ২টাকা করে আদায় করছে কিনিকের লোকজন

এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল মনসুর আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির লোকজন ময়লা আবর্জনা পরিস্কার করা এবং ক্লিনিককে পরিচ্ছন্ন রাখার জন্য ২টাকা করে রোগীর কাছ থেকে নেয়ার কথা শুনে তাদের কে নিষেধ করেছিলামএ ব্যাপারে মঙ্গলবার প্রত্যেক ক্লিনিকের কর্মকর্তাকে টাকা আদায় না করার জন্য লিখিত ভাবে নির্দেশ দিয়েছি

প্র্রতিবেদন : জিয়াউর রহমান জীবন
পোষ্ট :  বাংলাদেশ সময় : বুধবার বিকেল ৫: ৩০ মিনিট, ০৩ অক্টোবর, ২০১২

No comments:

Post a Comment