Monday, November 12, 2012

বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কিশোরী জুপি

খালিয়াজুরী প্রতিনিধি (নেত্রকোণা): বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কিশোরী জুপি আক্তার(১৪) বাড়ি খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর ঠাকুরপাড়া গ্রামে। বাবা ওয়াজেদ উদ্দিন।
কৃষ্ণপুর আব্দুল জাব্বার রাবেয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালেয় জেএসসি পরীর্ক্ষী কিশোরী জুপি আক্তার। সোমবার দুপুরে জুপি আক্তারে বিয়ের সকল প্রস্ততি সম্পূর্ন
করে একই গ্রামের জজ মিয়ার ছেলে বুলবুল মিয়ারে(২৪) সাথে। ঠিক এমন সময় পাশে দাড়ায় সামাজিক সংগঠন অর্নিবান সমাজ কল্যান সংঘ ও জেলা প্রশাসন।
জানা যায়, সোমবার বিয়ের আয়োজন চলাকালে অর্নিবান সমাজ কল্যান সংঘের সভাপতি ওলিউল্লাহসহ অন্যরা দ্রুত বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনকে জানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুল হাসান লিটন জানান, তিনি এখানে না থাকায় তার নির্দেশে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মান্নান পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে যান। পরে অভিভাবকদেরকে বাল্য বিয়ের বিভিন্ন কুফল ও আইন সম্পর্কে অবগত করলে উভয় পক্ষ বিয়ে বন্ধের মত দেন।

No comments:

Post a Comment