Friday, October 26, 2012

ঈদে নেত্রকোণার কামাররা পার করছেন দারুন ব্যস্ত সময়

নেত্রকোণার সদর উপজেলার আমতলা গ্রামের কামারপাড়া ও জেলা শহরের সাতপাই এলাকার  কামাররা দারুন ব্যস্ত সময় পার করছেনঐতিহ্যবাহী গ্রামীন কামার শিল্পের সাথে জড়িত কামারদের তৈরী দা, ছুড়ি, খুনতি ,কুঠার,কাঁচি সহ অন্যান্য জিনিসের কদর ছিল বরাবরই কিন্তু কামাররা বলছেন, বর্তমানে এই শিল্পের উপকরনের দাম বেড়ে যাওয়ায় তাদের তৈরী পন্য সামগ্রী বিক্রী করে তেমন লাভ পাচ্ছেন না
জেলার অন্য এলাকার কামারদের পাশাপাশি সদর উপজেলার আমতলা গ্রামের কামার পাড়ায় অন্তত শতাধিক লোক কামার শিল্পের সাথে জড়িতবংশপরষ্পরায় আমতলার কামরদের এই শিল্পের সাথে জড়িয়ে আছে তাদের জীবন-জীবিকাসারা বছরই বিভিন্ন অঞ্চল থেকে গ্রাহকরা এসে তাদের তৈরী পন্য সামগ্রী নিয়ে যাচ্ছেন তবে কোরবানীর ঈদ আসলে বছরের অন্যদিন গুলো থেকে তাদের কাজ বেড়ে যায়বিশেষ করে মাংস কাটার জন্যে চাহিদা বেড়ে যায় দা, ছুড়ি ও চাপাতির এবারও কামাররা দা, ছুড়ি, চাপাতি বানাতে কাজ করছেন দিন রাত দম ফেলবার ফুসরত নেই তাদেরকামার পাড়ায় এখন শুধুই হাতুরিপেটার টুংটাং শব্দএত ব্যস্ততার  পরেও কামাররা জানিয়েছেন, বর্তমান বাজারে জিনিস পত্রের দামের তুলনায় তাদের যে আয় হয় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারাএকই অবস্থার কথা জানালেন সাতপাই এলাকার কামাররা

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
পোষ্ট :  বাংলাদেশ সময় : শুক্রবার বিকেল  রাত ৪ : ০০ মিনিট, ২৬ অক্টোবর, ২০১২

No comments:

Post a Comment