জেলার অন্য এলাকার কামারদের পাশাপাশি সদর উপজেলার আমতলা গ্রামের কামার পাড়ায় অন্তত
শতাধিক লোক কামার শিল্পের সাথে জড়িত। বংশপরষ্পরায় আমতলার
কামরদের এই শিল্পের সাথে জড়িয়ে আছে তাদের জীবন-জীবিকা। সারা বছরই বিভিন্ন অঞ্চল থেকে গ্রাহকরা এসে তাদের তৈরী পন্য সামগ্রী নিয়ে যাচ্ছেন
। তবে কোরবানীর ঈদ আসলে বছরের অন্যদিন গুলো থেকে তাদের কাজ বেড়ে
যায়। বিশেষ করে মাংস কাটার জন্যে চাহিদা বেড়ে যায় দা, ছুড়ি ও চাপাতির
। এবারও কামাররা দা, ছুড়ি, চাপাতি বানাতে
কাজ করছেন দিন রাত । দম ফেলবার ফুসরত নেই তাদের। কামার পাড়ায় এখন শুধুই হাতুরিপেটার টুংটাং শব্দ। এত ব্যস্ততার পরেও কামাররা জানিয়েছেন, বর্তমান বাজারে জিনিস পত্রের দামের তুলনায় তাদের যে আয় হয় তা
দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। একই অবস্থার কথা জানালেন
সাতপাই এলাকার কামাররা ।
পোষ্ট : বাংলাদেশ সময় : শুক্রবার বিকেল রাত ৪ : ০০ মিনিট, ২৬ অক্টোবর, ২০১২।
No comments:
Post a Comment