Thursday, November 29, 2012

নেত্রকোণা যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সোহান আহম্মদ কাকন, স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৮ কোটি ৭২ লক্ষ টাকা ব্যায়ে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া নামক স্থানে যুব প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছেআজ বৃহঃস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু
এ উপলক্ষ্যে নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ শহীদুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আশরাফ আলী খান খসরুঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক উপ-সচিব মোঃ নবীরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুন নাহার মান্নু,  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উদ্দিন, বাইস চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান আব্দুল বারী বারেক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড্ ইফতেখার উদ্দিন মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল ওয়াদুদ কালাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুল আলম হীরা, চল্লিশা ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহবুবুল মজিদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম ও উপ-পরিচালক (পরিকল্পনা) সামছুল আলম প্রমূখ 

পোষ্ট : বাংলাদেশ সময় : বৃহস্পতিবার রাত ৯ : ২১ মিনিট, ২৯ নভেম্বর, ২০১২    

No comments:

Post a Comment