Wednesday, November 28, 2012

নেত্রকোণায় প্রমিলা ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা

নেত্রকোণার আলো ডেস্ক : আজ বুধবার নেত্রকোণায় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আয়োজিত তৃতীয় জাতীয় প্রমিলা ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছেনরসিংদী জেলা দল বনাম ময়মনসিংহ জেলা দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হয়খেলায় নরসিংদী জেলা দল ময়মনসিংহ জেলা দলকে ১২২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়
সকালে নেত্রকোণা জেলা ষ্টেডিয়ামে অনুষ্টিত এই খেলায় টস জিতে নরসিংদী জেলা দল প্রথমে
ব্যাট করে ২ উইকেটে ১৭৩ রান করেজবাবে ময়মনসিংহ জেলা দল ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৫২রান করেনরসিংদী জেলা দলের জেসি ব্যাট হাতে সর্বোচ্চ ৭৪ রান করেনরসিংদী জেলা দলের জেসি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন
খেলা শেষে নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন্নাহার মান্নু  বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন
২২ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে ঢাকা উত্তর অঞ্চলের নেত্রকোনা, নরসিংদী, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুর জেলা প্রমিলা ক্রিকেট দল অংশ নেয়

পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার রাত : ০৭ মিনিট, ১৪ নভেম্বর, ২০১২  

No comments:

Post a Comment