সকালে নেত্রকোণা জেলা ষ্টেডিয়ামে অনুষ্টিত এই খেলায় টস জিতে নরসিংদী জেলা দল প্রথমে
ব্যাট করে ২ উইকেটে ১৭৩ রান করে। জবাবে ময়মনসিংহ জেলা দল ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৫২রান করে। নরসিংদী জেলা দলের জেসি ব্যাট হাতে সর্বোচ্চ ৭৪ রান করে। নরসিংদী জেলা দলের জেসি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
ব্যাট করে ২ উইকেটে ১৭৩ রান করে। জবাবে ময়মনসিংহ জেলা দল ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৫২রান করে। নরসিংদী জেলা দলের জেসি ব্যাট হাতে সর্বোচ্চ ৭৪ রান করে। নরসিংদী জেলা দলের জেসি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন্নাহার মান্নু বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন।
২২ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে ঢাকা উত্তর অঞ্চলের নেত্রকোনা, নরসিংদী, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুর
জেলা প্রমিলা ক্রিকেট দল অংশ নেয়।পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার রাত : ০৭ মিনিট, ১৪ নভেম্বর, ২০১২।
No comments:
Post a Comment