সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলা কারাগারের সকল বন্দীকে ব্যাপক পুলিশী নিরাপত্তায়
নতুন কারাগারে নেয়া হয়। এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া পারভীন, সহকারী কমিশনার মোঃ আফজাল হোসেন, রাশেদুল হক, সহকারী পুলিশ সুপার
সফিউল আজম উপস্থিত ছিলেন।
সফিউল আজম উপস্থিত ছিলেন।
নেত্রকোণা কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ নভেম্বর নতুন কারাগার ভবনের উদ্ধোধন
করার কথা রয়েছে। বন্দীদের নতুন জেল খানায় স্থানান্তরের মধ্য দিয়ে দীর্ঘদিনের
কয়েদী ভোগান্তি সমস্যার সমাধান হলো। গনপূর্তবিভাগ ১২ একর
ভূমিতে ২৭কোটি টাকা ব্যায়ে আন্তর্জাতিক মানের ৪শ কয়েদীর ধারন ক্ষমতার নতুন কারাগার
ভবনটি নির্মান করে। নতুন জেলা কারগারে কয়েদীদের খেলাধূলার মাঠ, হাসপাতাল কিশোর ও নারী অপরাধীদের জন্য পৃথক ভবনসহ নানা সুযোগ
সুবিধা রয়েছে।
পোষ্ট : বাংলাদেশ সময় : শনিবার সকাল ১১: ০০ মিনিট, ০৩ নভেম্বর, ২০১২।
No comments:
Post a Comment