Friday, October 26, 2012

বন্ধ হয়ে গেলো মিতালী বন্ধের পথে দিলশাদ

নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চলের মানুষদের বিনোদনের একমাত্র কেন্দ্র ছিল মোহনগঞ্জের মিতালী ও দিলশাদ সিনেমা হলসময়ের ব্যবধানে এখন বন্ধ হয়ে গেছে মিতালী সিনেমা হলকোনমতে টিকে আছে দিলশাদ সিনেমা হলটিএটিও ঈদের পরে বন্ধ হয়ে যেতে পারেহাওরবাসী বলছেন, হাওরাঞ্চলের রাজধানীখ্যাত মোহনগঞ্জের এই সিনেমা হল গুলোতে তারা আগের মতোই বড় পর্দায় সিনেমা দেখে বিনোদন করতে চান
নেত্রকোণার মোহনগঞ্জ, খালিয়াজুরী ও সুনামগঞ্জের মধ্যনগর, ধর্মপাশাসহ ভাটি
এলাকার সিনেমাপ্রেমী দর্শকদের কাছে আজ থেকে এক দশক আগেও একমাত্র বিনোদন বলতে নেত্রকোণা জেলার মোহনগঞ্জের সিনেমা হল দিলশাদআর মিতালীকেই বুঝাতোমধ্যনগর, ধর্মপাশাসহ ভাটি এলাকার বিভিন্ন পরিবারের সদস্যরা দল বেধে মোহনগঞ্জে এসে সিনেমা উপভোগ করতেনকিন্তু সময়ের পালা বদলে সেই সময়ে এখন এসেছে চোখে পড়ার মতো ব্যাপক পরিবর্তনদিলশাদআর মিতালীহলের সামনে এখন আর সেই দর্শককেতো খুঁজে পাওয়াই যায়না বরং কিছুদিন হল বন্ধ রেখে রেখে আবার চালু করা হয় দর্শকের হলে ফেরার প্রত্যাশায়১৯৭৭ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত মিতালী সিনেমা হলটি অনির্বাণছবি প্রদর্শনের মধ্যদিয়ে এর যাত্রা শুরু করে সর্বশেষ লালু কসাইছবিটি প্রদর্শনের মধ্যদিয়ে চিরতরে বন্ধ করে দেয়া হলোএই সিনেমা হলটির মালিক ছিলেন আব্দুল আজিজ খানমোহনগঞ্জের প্রথম সিনেমা হল হিসেবে যাত্রা শুরু করে কংস টকিজপরে নাম পরিবর্তন করে  রাখা হয় দিলশাদএই হলটিও ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ায় গত রমজান মাসের পুরোটা সময় দিলশাদ’-এ সিনেমা প্রদর্শনী বন্ধ ছিলোঈদের দিন থেকে শাকিব খান সাহারা অভিনীত চ্যালেঞ্জছবিটি দিয়ে আবারও এর প্রদর্শনী শুরু হয়েছে
দিলশাদ সিনেমা হলের ম্যানেজার বলেন, মালিকপ হয়তো আগামী ঈদ পর্যন্তহলটি চালু রাখবেনএর পরপরই বন্ধ হয়ে যেতে পারে দিলশাদ সিনেমা হলটি
মিতালীর চিরতরে বন্ধ হয়ে যাওয়া, দিলশাদের বন্ধের পথেযাত্রা চলচ্চিত্র মোদী হাওরবাসীর বিনোদনের জন্য দুঃসংবাদতারা চান এই হলগুলো আবার আগের মতো চালু হোক

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী 
পোষ্ট :  বাংলাদেশ সময় : শুক্রবার বিকেল  রাত ৪ : ১৪ মিনিট, ২৬ অক্টোবর, ২০১২

No comments:

Post a Comment