নেত্রকোণার মোহনগঞ্জ, খালিয়াজুরী ও সুনামগঞ্জের
মধ্যনগর, ধর্মপাশাসহ ভাটি
এলাকার সিনেমাপ্রেমী দর্শকদের কাছে আজ থেকে এক দশক আগেও একমাত্র বিনোদন বলতে নেত্রকোণা জেলার মোহনগঞ্জের সিনেমা হল ‘দিলশাদ’ আর ‘মিতালী’ কেই বুঝাতো। মধ্যনগর, ধর্মপাশাসহ ভাটি এলাকার বিভিন্ন পরিবারের সদস্যরা দল বেধে মোহনগঞ্জে এসে সিনেমা উপভোগ করতেন। কিন্তু সময়ের পালা বদলে সেই সময়ে এখন এসেছে চোখে পড়ার মতো ব্যাপক পরিবর্তন। ‘দিলশাদ’ আর ‘মিতালী’ হলের সামনে এখন আর সেই দর্শককেতো খুঁজে পাওয়াই যায়না বরং কিছুদিন হল বন্ধ রেখে রেখে আবার চালু করা হয় দর্শকের হলে ফেরার প্রত্যাশায়। ১৯৭৭ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত ‘মিতালী ’ সিনেমা হলটি ‘অনির্বাণ’ ছবি প্রদর্শনের মধ্যদিয়ে এর যাত্রা শুরু করে সর্বশেষ ‘লালু কসাই’ ছবিটি প্রদর্শনের মধ্যদিয়ে চিরতরে বন্ধ করে দেয়া হলো। এই সিনেমা হলটির মালিক ছিলেন আব্দুল আজিজ খান। মোহনগঞ্জের প্রথম সিনেমা হল হিসেবে যাত্রা শুরু করে ‘কংস টকিজ’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘দিলশাদ’। এই হলটিও ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ায় গত রমজান মাসের পুরোটা সময় ‘দিলশাদ’-এ সিনেমা প্রদর্শনী বন্ধ ছিলো। ঈদের দিন থেকে শাকিব খান সাহারা অভিনীত ‘চ্যালেঞ্জ’ ছবিটি দিয়ে আবারও এর প্রদর্শনী শুরু হয়েছে।
এলাকার সিনেমাপ্রেমী দর্শকদের কাছে আজ থেকে এক দশক আগেও একমাত্র বিনোদন বলতে নেত্রকোণা জেলার মোহনগঞ্জের সিনেমা হল ‘দিলশাদ’ আর ‘মিতালী’ কেই বুঝাতো। মধ্যনগর, ধর্মপাশাসহ ভাটি এলাকার বিভিন্ন পরিবারের সদস্যরা দল বেধে মোহনগঞ্জে এসে সিনেমা উপভোগ করতেন। কিন্তু সময়ের পালা বদলে সেই সময়ে এখন এসেছে চোখে পড়ার মতো ব্যাপক পরিবর্তন। ‘দিলশাদ’ আর ‘মিতালী’ হলের সামনে এখন আর সেই দর্শককেতো খুঁজে পাওয়াই যায়না বরং কিছুদিন হল বন্ধ রেখে রেখে আবার চালু করা হয় দর্শকের হলে ফেরার প্রত্যাশায়। ১৯৭৭ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত ‘মিতালী ’ সিনেমা হলটি ‘অনির্বাণ’ ছবি প্রদর্শনের মধ্যদিয়ে এর যাত্রা শুরু করে সর্বশেষ ‘লালু কসাই’ ছবিটি প্রদর্শনের মধ্যদিয়ে চিরতরে বন্ধ করে দেয়া হলো। এই সিনেমা হলটির মালিক ছিলেন আব্দুল আজিজ খান। মোহনগঞ্জের প্রথম সিনেমা হল হিসেবে যাত্রা শুরু করে ‘কংস টকিজ’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘দিলশাদ’। এই হলটিও ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ায় গত রমজান মাসের পুরোটা সময় ‘দিলশাদ’-এ সিনেমা প্রদর্শনী বন্ধ ছিলো। ঈদের দিন থেকে শাকিব খান সাহারা অভিনীত ‘চ্যালেঞ্জ’ ছবিটি দিয়ে আবারও এর প্রদর্শনী শুরু হয়েছে।
দিলশাদ সিনেমা হলের ম্যানেজার বলেন, মালিকপ হয়তো আগামী ঈদ পর্যন্তহলটি চালু রাখবেন। এর পরপরই বন্ধ হয়ে যেতে পারে দিলশাদ সিনেমা হলটি।
মিতালীর চিরতরে বন্ধ হয়ে যাওয়া, দিলশাদের বন্ধের পথেযাত্রা চলচ্চিত্র মোদী হাওরবাসীর বিনোদনের জন্য দুঃসংবাদ। তারা চান এই হলগুলো আবার আগের মতো চালু হোক ।
পোষ্ট : বাংলাদেশ সময় : শুক্রবার বিকেল রাত ৪ : ১৪ মিনিট, ২৬ অক্টোবর, ২০১২।
No comments:
Post a Comment