Wednesday, October 3, 2012

নেত্রকোণা-৫ আসনের সাবেক বিএনপি দলীয় এমপি ডাঃ মোহাম্মদ আলী আর নেই

নেত্রকোণা-৫ আসনের সাবেক বিএনপি দলীয় এমপি ডাঃ মোহাম্মদ আলী (৭০) আর নেইতিনি আজ বুধবার বিকেলে হৃদরোগে আক্রাত হয়ে ঢাকার এ্যাপলো হাসপাতালে মারা গেছেন। (ইন্না লিল্লাহি........রাজিউন)তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন
ডাঃ মোহাম্মদ আলী চিকিসা পেশা থেকে অবসর নিয়ে ১৯৯০ সালে বিএনপির রাজনীতিতে যোগ
দেন১৯৯১ সালে নেত্রকোনা-৫ আসন থেকে প্রথম বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করে পরাজিত হন  পরে ডাঃ মোহাম্মদ আলী ১৯৯৬ ও ২০০১ সালে আবার মনোনয়ন পেয়ে নেত্রকোনা-৫ আসন থেকে এমপি নির্বাচিত হনতিনি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন
জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের তালুকদার জানান, আজ সকালে পূর্বধলা উপজেলা সদরের নিজ বাসায় তিনি হঠা বুকে ব্যাথা অনুভব করেনতাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়তার অবস্থার আরো অবনতি হলে ঢাকার এ্যাপলো হাসপাতালে নেওয়া হয়সেখানে বিকেল তিনটার দিকে  চিকিসাধীন অবস্থায় তিনি মারা যানশুক্রবার পূর্বধলার জগমনি উচ্চ বিদ্যালয় মাঠে বাদ জুম্মা তার নামাজে জানাজা শেষে পূর্বধলা উপজেলার বাড়হা গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা
ডাঃ মোহাম্মদ আলীর মৃত্যুতে নেত্রকোণা জেলা ও পূর্বধলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন

প্রতিবেদন : লাভলুপাল পাল চৌধুরী 
পোষ্ট :  বাংলাদেশ সময় : বুধবার রাত ১১: ০১ মিনিট, ০৩ অক্টোবর, ২০১২

No comments:

Post a Comment