Thursday, November 29, 2012

দুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ/১২ উদ্যাপিত

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর(নেত্রকোণা): নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা অধিদপ্তর ও এনজিও সমন্বয় পরিষদ আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প/১২ উদ্যাপন করেছে
উপজেলা পরিষদ থেকে এক বিশাল র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা
চত্বরে ‘‘নারী নির্যাতনকে না বলুন-সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন’’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি কর্মকর্তা উমর ফারুক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সাইদুল হোসেন আকঞ্জি, বিশেষ অতিথী ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল সায়েদাত বাবুল, শাহিদা ইয়াসমিন নিলা, অন্যান্যদের মদ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা খাতুন, এডিপি ম্যানেজার সজল বৈদ্য, এনজিও প্রতিনিধি, অনামিকা রেমা, নুরুজ্জামান মিয়া, লুদিয়া মালঞ্চ সাংমা রুমা, পঙ্কজ মারাক, পল্টন হাজং, সনদ সাহা, মানবাধিকার সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ

পোষ্ট : বাংলাদেশ সময় : বৃহস্পতিবার সন্ধ্যা ০৫ : ২০ মিনিট, ২৯ নভেম্বর, ২০১২   

No comments:

Post a Comment