Wednesday, October 24, 2012

নেত্রকোণায় দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাউৎসব

নিউজ ডেস্ক : আনন্দ-বেদনায় আর অশ্রু সজল চোখে দেবী দূর্গার বিদায়ের মধ্য দিয়ে বুধবার শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উসব শারদীয় দূর্গাপূজা
সকাল থেকেই নেত্রকোণার বিভিন্ন পূজা মণ্ডম থেকে দূর্গা প্রতিমাকে বিসর্জনের আয়োজন চলতে থাকেপুরোহিতদের মন্ত্র পাঠ শেষে নদীর জলে প্রতিমা বিসর্জন দেয়া শুরু হয়এ সময় লাখো ভক্ত শ্রদ্ধা ও ভালবাসায় তাকে বিদায় জানিয়ে আবারও পরের বছর তার ফেরার অপেক্ষায় দিন
গোনা শুরু করেছেন
শুভ বিজয়ায় সকাল থেকেই ঢাক আর শঙ্খধ্বনিতে মন্ত্র পাঠের মাধ্যমে চলে পূজোর রীতিনীতি পালনের কাজ
নেত্রকোণা জেলা শহরের নিউটাউন ছোট পুকুর পাড়ে রাত ১০টা ১৫ মিনিটে দেবীর দশমী  পূজা সমাপ্তি ও দর্পণ বিসর্জন হয়
সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণের আহ্বানে দেবী  ৪ দিনের জন্য পিতৃগৃহে আসেনআজ বিসর্জনের মাধ্যমে পিতৃগৃহ পৃথিবী ছেড়ে দেবী মা দূর্গা আবারো স্বামীগৃহে ফিরে যাবেন এক বছর পর আবারো কল্যানের ডাকে দেবী মা পিতৃগৃহ পৃথিবীতে ফিরে আসবেন
বিজয়া দশমী উপলক্ষে আজ ছিল সরকারি ছুটি

No comments:

Post a Comment