Thursday, October 25, 2012

কেন্দুয়ায় পশুরহাটকে কেন্দ্র করে চাদাঁবাজির মামলা

কেন্দুয়া প্রতিনিধি (নেত্রকোণা): নেত্রকোণার কেন্দুয়ায় পশুরহাটকে কেন্দ্র করে চাঁদা দাবি ও হামলা- ছিনতাইয়ের ঘটনায় ১৫জনের বিরুদ্ধে থানায় চাদাঁবাজির মামলা দায়ের করা হয়েছে
বৃহস্পতিবার বিকেলে গড়াডোবা ইউনিয়নের রজবচিকনি গ্রামের আহসান হাবিব বাদী হয়ে এ মামলা দায়ের করেন
মামলার বিবরণে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে ৩ বছর যাব গড়াডোবা ইউনিয়নের ওয়াই
বাজারে পশুরহাট জমে আসছেএবছর উপজেলা নিবার্হী কর্মকতার কাছ থেকে সবোর্চ্চ দরদাতা হিসেবে বাজারের ইজারা পান আহসান হাবিব
গত ২৩ অক্টোবর বাজার চলাকালীন সময়ে ওয়াই গ্রামের লিটন ও সেবক গংরা ইজারাদার আহসান হাবীবের কাছে ৫০ হাজার টাকা চাদাঁ দাবি করেইজারাদার চাদাঁ না দেওয়ায় চাদাঁবাজরা ইজারাদার ও তার লোকজনের  উপর হামলা করে
এসময় তারা কাউন্টার থেকে নগদ অর্থসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে
এ ব্যাপারে গড়াডোবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগের সাথে তার মুঠোফোনে চেষ্টা করেও কথা বলা যায়নি
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ জানান, এ ঘটনায় থানায় চাদাঁবাজির মামলা রুজু করা হয়েছে

পোষ্ট :  বাংলাদেশ সময় : বৃহস্পতিবার  রাত ১১ : ৫০ মিনিট, ২৫ অক্টোবর, ২০১২

No comments:

Post a Comment