বাপেক্সের সুনেত্র তেল/গ্যাস অনুসন্ধান প্রকল্পের শুরু হওয়া ১ নাম্বার কুপ খনন
কাজের দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। কুপের খনন কাজ যতই
এগুচ্ছে ততই গ্যাস প্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে বলে জানিয়েছেন সুনেত্র প্রকল্পের
খনন অধিকর্তা ।
সুনেত্র প্রকল্পের খনন অধিকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাভী গ্রামে প্রকল্পের ১ নাম্বার
কুপ খননের দ্বিতীয় ধাপ ২০০ মিটার খনন কাজ নিরবিচ্ছিন্ন ও নিরাপদে শেষ হয়েছে। এর আগে ৩৫ মিটারের প্রথম ধাপের খনন কাজ শেষ হয়। এখন তৃতীয় ধাপের ১৪৫০ মিটারের খনন কাজ শুরু হবে। এর পর
চতুর্থ ধাপে ২৫০০ মিটার এবং শেষ ধাপে ৩৭৫০ মিটার গভীরে খনন কাজ করা হবে।
চতুর্থ ধাপে ২৫০০ মিটার এবং শেষ ধাপে ৩৭৫০ মিটার গভীরে খনন কাজ করা হবে।
প্রকল্প খনন অধিকর্তা আরো জানান গত ১০ আগষ্ট সুনেত্র প্রকল্পের এক নাম্বার কুপের
খনন কাজ শুরু করা হয়। দেশে এই প্রথম অত্যাধুনিক টাচ স্ক্রীনের ড্রিলার কনসোলের মাধ্যমে
বাপেক্স এই ড্রিলিং কাজ করছে। বিজয়-১০ রিগের মাধ্যমে
খনন কাজ করা হচ্ছে।
২০০৮ সালে নেত্রকোনার জেলার মোহনগঞ্জ ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় তেল/গ্যাস
অনুসন্ধান চালায় পেট্রোবাংলার সংস্থা বাংলাদেশ গ্যাস এক্সপোরেশন বাপেক্স। সুনামগঞ্জ ও নেত্রকোণা নামের অদ্যর অনুসারে প্রকল্পের নাম রাখা হয় সুনেত্র। সংস্থাটি ২৬০কিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক অনুসন্ধান জরিপ চালিয়ে
প্রায় ২.৪০ ট্রিলিয়ন গ্যাস মওজুদ থাকার আশা করছে বলে জানান নজরুল ইসলাম।
প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
No comments:
Post a Comment