Sunday, December 2, 2012

পূর্বধলায় শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছেএতে একই মালিকের পাশাপাশি থাকা ৪টি দোকান ঘর ও মালামালসহ প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
প্রত্যদর্শী সুত্রে জানা গেছে, শনিবার রাত দশটার দিকে শ্যামগঞ্জ মধ্যবাজারের আনাম মিয়ার
হার্ডওয়ারী দোকান থেকে হঠা অগ্নিকান্ডে সূত্রপাত হয়মুর্হুতে আগুন ছড়িয়ে পড়লে একই মালিকের পাশাপাশি অপর সেনিটারী, ফার্নিচার, ও মেশিনারী দোকানেও আগুন লেগে যায়এসময় স্থানীয় লোকজন  আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করলে নেত্রকোণা ও ময়মনসিংহ থেকে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে
তিগ্রস্থ দোকান মালিক আনাম মিয়া জানান, আগুনে তার ৪টি দোকানের হার্ডওয়ারী, সেনিটারী, ফার্নিচার, ও মেশিনারী দোকান ঘর ও মালামালসহ প্রায় ৫০ল টাকার য়তি হয়েছেধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছিল

প্রতিবেদন : শফিকুল আলম শাহীন। 


পোষ্ট :  বাংলাদেশ সময় রবিবার রাত ১০ : ০৪ মিনিট ডিসেম্বর ১২ ।

No comments:

Post a Comment