প্রত্যদর্শী সুত্রে জানা গেছে, শনিবার রাত দশটার দিকে শ্যামগঞ্জ মধ্যবাজারের আনাম মিয়ার
হার্ডওয়ারী দোকান থেকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুর্হুতে আগুন ছড়িয়ে পড়লে একই মালিকের পাশাপাশি অপর সেনিটারী, ফার্নিচার, ও মেশিনারী দোকানেও আগুন লেগে যায়। এসময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করলে নেত্রকোণা ও ময়মনসিংহ থেকে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
হার্ডওয়ারী দোকান থেকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুর্হুতে আগুন ছড়িয়ে পড়লে একই মালিকের পাশাপাশি অপর সেনিটারী, ফার্নিচার, ও মেশিনারী দোকানেও আগুন লেগে যায়। এসময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করলে নেত্রকোণা ও ময়মনসিংহ থেকে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
তিগ্রস্থ দোকান মালিক আনাম মিয়া জানান, আগুনে তার ৪টি দোকানের হার্ডওয়ারী, সেনিটারী,
ফার্নিচার, ও মেশিনারী দোকান ঘর ও মালামালসহ প্রায় ৫০ল টাকার য়তি হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছিল।
প্রতিবেদন : শফিকুল
আলম শাহীন।
পোষ্ট : বাংলাদেশ সময় রবিবার রাত ১০ : ০৪ মিনিট ডিসেম্বর ১২ ।
No comments:
Post a Comment