Saturday, November 17, 2012

নেত্রকোণায় কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির, টক্কর প্রাণীসহ ৪ ব্যক্তি আটক

শফিকুল আলম শাহীন পূর্বধলা থেকে: নেত্রকোণার পূর্বধলা থানা পুলিশ গত শুক্রবার রাতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা চৌরাস্থা নামক স্থান থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির একটি টক্কর প্রাণীসহ ৪ ব্যক্তিকে আটক করেছে
পুলিশ জানায়, শুক্রবার রাতে প্রাইভেটকার যোগে ওই চার ব্যক্তি বিরল প্রজাতির টক্কর প্রাণীটিকে নিয়ে সিমান্তবর্তী এলাকা দূর্গাপুর থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিলগোপন সংবাদের ভিত্তিতে ওই প্রাইভেটকারটি তল্লাশী করে ১৬ ইঞ্চি লম্বা ৩২২ গ্রাম ওজনের
ছাইয়া রং বিশিষ্ট বিরল প্রজাতির প্রাণীটিসহ তাদেরকে আটক করা হয়আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার গড়ংগাইল গ্রামের আজিজুল (৩০), যশোর জেলার শার্শা উপজেলার জামতলা গ্রামের কবির হোসেন (৩২), ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ধোপাগাতি গ্রামের শামছু মিয়া (৩৭) ও ঢাকা জেলার আশুলিয়া থানার জিরোবো গ্রামের মোসলেম (৩২)
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশাররফ হোসেন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানাযায়, তারা ওই প্রাণীটি ২ লক্ষ টাকা দিয়ে কিনে এনেছেএটি সর্বোচ্চ কোটি টাকা পর্যন্ত বিক্রি হতে পারেবন্যপ্রাণীটি চিড়িয়াখানায় হস্তান্তরের অনুমতি চেয়ে আটকৃতদের নেত্রকোণা বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে
এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বলেন, এটি আসলে একটি সরিসৃপ জাতীয় প্রাণী, কোন মূল্যবান প্রাণী নয়উচ্চ মূল্যে প্রাণীটি হস্তান্তরের বিষয়টি প্রতারনা মাত্র  

পোষ্ট :  বাংলাদেশ সময় : শনিবার সন্ধ্যা ৬: ৫১ মিনিট, ১৭ নভেম্বর, ২০১২    

No comments:

Post a Comment