Tuesday, October 23, 2012

নেত্রকোণায় বাস চাপায় এক পথচারীর মৃত্যু

নেত্রকোণার আলো ডেস্ক: মঙ্গলবার সকালে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় বিআরটিসি বাসের চাপায় এক পথচারী মারা গেছেনপথচারী হচ্ছেন , চল্লিশা গ্রামের আব্দুর রাজ্জাক (৪২)
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক ( এস আই) জুলফিকার আলী জানান,
আজ সকাল সোয়া ৭টার দিকে নেত্রকোনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী (রংপুর -ব-১১-০০১৩) একটি যাত্রীবাহী বিআরটিসি পরিবহনের বাসটি চল্লিশা বাজারে পথচারী রাজ্জাককে চাপা দেয়গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়সেখানে কর্তব্যরত চিকিসক সোয়া ৯টার দিকে রাজ্জাককে মৃত ঘোষনা করেনঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যায়হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় বলে জানান, এস আই

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
পোষ্ট :  বাংলাদেশ সময় : মঙ্গলবার রাত ৯ : ৫৮ মিনিট, ২৩ অক্টোবর, ২০১২

No comments:

Post a Comment