
নওপাড়া
উচ্চ বিদ্যালয়ের
সহকারী শিক্ষক
শহীদুজ্জামান ভূঞা
মিন্টু জানান, কান্দিউড়া
ইউনিয়নের
দীঘলকুর্শা গ্রামের আব্দুল লতিফের কন্যা লিমা বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও গ্রামে মামার বাড়ীতে থেকে লেখাপড়া করত।
দীঘলকুর্শা গ্রামের আব্দুল লতিফের কন্যা লিমা বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও গ্রামে মামার বাড়ীতে থেকে লেখাপড়া করত।
সোমবার
বিদ্যালয় ছুটি
শেষে বাড়ীতে
যাওয়ার পথে
পাটেশ্বরী নদী
পার হওয়ার
জন্য নৌকায়
ওঠলে যাত্রী
বোঝাই নৌকাটি
মাঝ নদীতে
ডুবে যায়। এতে অন্যান্যরা
সাঁতরিয়ে তীরে
উঠতে পারলেও
লিমা পানিতে
তলিয়ে যায়।
এক
পর্যায়ে লোকজন
খোঁজাখোজির পর
তাকে অজ্ঞান
অবস্থায় উদ্ধার
করে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে হাসপাতালের
কর্তব্যরত চিকিৎসক
ডা. সাইফুল
ইসলাম জয়
লিমাকে মৃত্যু
ঘোষণা করেন।
ডা.
সাইফুল ইসলাম
জয় জানান, দীর্ঘক্ষণ
পানিতে ডুবে
থাকার কারনেই
লিমার মৃত্যু
হয়েছে।
প্রতিবেদন: জিয়াউর
রহমান জীবন
পোষ্ট : বাংলাদেশ সময় : সোমবার রাত ১১: ৩৭ মিনিট, সেপ্টেম্বর ১৭, ২০১২।
No comments:
Post a Comment