Friday, October 5, 2012

নেত্রকোণায় ডিঙ্গাপোতা হাওরে খাঁচায় মাছ চাষ গবেষনায় সফলতা অর্জন বাকৃবির

নেত্রকোণায় মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরে খাঁচায় তেলাপিয়া মাছ চাষের সম্ভাব্যতা যাচাই প্রকল্পে সফলতা অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিঙ্গাপোতা হাওর এলাকা তেতুলিয়া ইউনিয়নে সিস্টেম গবেষনার মাধ্যমে হাওর অঞ্চলের কৃষকদের জীবন জীবিকার মান উন্নয়নে
নেওয়া এই প্রকল্পের শুক্রবার দুপুরে মাঠ দিবসে প্রকল্পের গবেষকরা এই তথ্য জানিয়েছেন। 

তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই প্রকল্পের মাঠ দিবস উপলক্ষে আয়োজিত  সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুলতান উদ্দিন আহম্মেদ ভূইয়াসভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোঃ মহসীন আলী, নেত্রকোণায় জেলা প্রশাসক আনিস মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও ফিসারি সিস্টেম বিশেষজ্ঞ ড.মোঃ আব্দুস সালাম

প্রকল্পের ফিসারি সিস্টেম বিশেষজ্ঞ ড.মোঃ আব্দুস সালাম গত তিন বছর ধরে ডিঙ্গাপোতা হাওরে ৮টি খাঁচায় তেলাপিয়া চাষের গবেষনা করে আসছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিটি খাঁচায়  ৩/৪ মাসে প্রায় ৫০হাজার টাকা মূল্যের গড়ে ৫শকেজি করে মাছ উপাদিত হয়েছেএতে করে প্রতিটি খাঁচায় উপাদন খরচ বাদে  প্রায় ২৫ হাজার টাকা লাভ হয়েছে। 

মাঠ দিবসে গবেষকরা বলেছেন, তেলাপিয়া চাষ করে হাওর এলাকায় বেকার যুবক-যুবতী, নারীসহ লাখ লাখ মানুষ আর্থিকভাবে স্বচ্ছল হতে পারবে

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী 
পোষ্ট :  বাংলাদেশ সময় : শুত্রবার রাত ১০ : ৩১ মিনিট, ০৫ অক্টোবর, ২০১২   
   

No comments:

Post a Comment