নেত্রকোণার আলো ডট কম : স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা ১ আসনের
সাবেক সংসদ সদস্য জালালউদ্দিন তালুকদারের দূর্গাপুরের বাস ভবনে যাবেন, জানিয়েছেন নেত্রকোণা জেলা প্রশাসক।
জেলা প্রশাসক আনিস মাহমুদ জানান, আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা থেকে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী জালালউদ্দিন তালুকদারের
দূর্গাপুরের বাস ভবনে যাবেন। সেখানে তিনি জালালউদ্দিন তালুকদারের মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্য প্রতি সমবেদনা জানাতে এক ঘন্টা অবস্থান করবেন। পরে নেত্রকোণা জেলা সদর হয়ে রাতেই তিনি ঢাকা ফিরবেন বলে জানান জেলা প্রশাসক।
দূর্গাপুরের বাস ভবনে যাবেন। সেখানে তিনি জালালউদ্দিন তালুকদারের মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্য প্রতি সমবেদনা জানাতে এক ঘন্টা অবস্থান করবেন। পরে নেত্রকোণা জেলা সদর হয়ে রাতেই তিনি ঢাকা ফিরবেন বলে জানান জেলা প্রশাসক।
মঙ্গলবার সকালে নিজের লাইসেন্সকৃত রিভলবারের গুলির আঘাতে জালালউদ্দিন তালুকদার
মারা যান। তার এই মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
পোষ্ট : বাংলাদেশ সময় : বৃহস্পতিবার দুপুর ২: ১৬ মিনিট, সেপ্টেম্বর ২৭, ২০১২।
No comments:
Post a Comment