
মোহনগঞ্জ থানার ওসি মোঃ শহীদুল্লাহ জানিয়েছেন, রাত ৭টার দিকে হাওর দিয়ে
সাতড়িয়ে দূর্গাপুর গ্রামে উঠে পরেশ মারাক । সেখানে গ্রামের মানুষদের কাছে সুনামগঞ্জের তাহেরপুর যাওয়ার রাস্তা জানতে চায়। এসময় পরেশ মারাকের কথাবার্তায় গ্রামবাসীর সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরেশকে গ্রেফতার করে। পরেশ মঙ্গলবার রাতে সুনামগঞ্জের ধর্মপাশা আদালতের হাজত খানা থেকে পালিয়েছিল।
সাতড়িয়ে দূর্গাপুর গ্রামে উঠে পরেশ মারাক । সেখানে গ্রামের মানুষদের কাছে সুনামগঞ্জের তাহেরপুর যাওয়ার রাস্তা জানতে চায়। এসময় পরেশ মারাকের কথাবার্তায় গ্রামবাসীর সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরেশকে গ্রেফতার করে। পরেশ মঙ্গলবার রাতে সুনামগঞ্জের ধর্মপাশা আদালতের হাজত খানা থেকে পালিয়েছিল।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম জানান, পরেশ মারাক(৩০) ও খারাক মারাক (৩১) নামে দুই ভারতীয় নাগরিক সুনামগঞ্জের ধর্মপাশা
উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে মঙ্গলবার রাতে লোহার
রড ভেঙ্গে পালিয়ে যায়।
এই দুই ভারতীয় নাগরিক অনুপ্রবেশ ও অস্ত্র মামলার আসামি হিসেবে সুনামগঞ্জ জেলা কারাগারে
আটক ছিল। সেখান থেকে তাদেরকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে হাজির করানোর জন্য মঙ্গলবার ধর্মপাশায় আনা হয়েছিল বলে জানান ওসি।
ওসি আরো জানান, গত ১ জুন ওই
দুই ভারতীয় নাগরিককে ধর্মপাশার মহেশখলা এলাকা থেকে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশের
দায়ে পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে
ধর্মপাশা থানায় অনুপ্রবেশ ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা হয়।
পোষ্ট : বাংলাদেশ সময় : বৃহস্পতিবার রাত ১১: ১১ মিনিট, সেপ্টেম্বর ২০, ২০১২।
No comments:
Post a Comment