Friday, October 26, 2012

কেন্দুয়ায় সড়ক র্দূঘটনায় নিহত -১

কেন্দুয়া প্রতিনিধি (নেত্রকোণা): নেত্রকোণার কেন্দুয়ায় মর্মান্তিক সড়ক র্দূঘটনায় শরিফ মিয়া (১৯) নামে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে
শুক্রবার সকাল ৭ টার দিকে কেন্দুয়া-কিশোরগঞ্জ সড়কের আঠারবাড়ী কলেজ গেইট সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে নিহত শরিফ কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফ ও তার সহোদর ভাই সোহাগ সিলেটে সৌর বিদ্যুতের চাকরি করতঈদ উপলে বাড়ি ফেরার পথে শুক্রবার সকাল ৭টার দিকে তাদের বহনকারী সিএনজিটি আঠারবাড়ী কলেজ গেইট সংলগ্ন এলে বিপরীত মূখী বাসের ধাক্কায় ঘটনাস্থলে শরিফের মর্মান্তিক মৃত্যু হয় এবং সোহাগকে গুরুতর আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়
এব্যাপারে কান্দিউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক তালুকদার কনক জানান, ঈদের ঠিক একদিন আগে এরকম একটি দূর্ঘটনা সত্যিই মর্মান্তিক ও দূঃখজনক। 

পোষ্ট :  বাংলাদেশ সময় : শুক্রবার বিকেল  রাত ৩: ৪০ মিনিট, ২৬ অক্টোবর, ২০১২

No comments:

Post a Comment