Sunday, October 21, 2012

উৎসবমূখর পরিবেশে নেত্রকোণায় শুরু দূর্গাপুজা

আমন্ত্রন, বোধন আর অধিবাসের মধ্য দিয়ে উসবমূখর পরিবেশে নেত্রকোণায় শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপুজা  আয়োজকরা আশা করছেন এ বছর মহাসপ্তমী, অষ্টমী ও নবমীতে রেকর্ড সংখ্যক লাক্ষাধিক ভক্তের ঢল নামবে জেলা শহরের পূজা মন্ডপ গুলোতে
গত বছরের চেয়ে এ বছর নেত্রকোণায় আরো ২০টি পুজামন্ডপ বেড়েছেজেলায়  ৪১০
টি মন্ডপে পূজা শুরু হয়েছেআলোকসজ্জার পাশাপাশি গ্রামীন সংস্কৃতি তুলে ধরে মন্ডপ সজ্জা আকর্ষণীয় হয়ে উঠেছেপ্রথমদিনেই দর্শনার্থী ভক্তদের মা দূর্গা দর্শনে আগমন ছিল লক্ষ্যনীয়আজ দূর্গাপূজার মহা মহাসপ্তমী দ্বিতীয় দিনে নেত্রকোণার পূজা মন্ডপগুলো ছিল ঢাকের বাজনায় সরগরমদর্শনার্থীদের আগমনের বিষয় মাথায় রেখে আয়োজকদের প্রস্তুতিও ব্যাপকপুলিশ প্রশাসন পূজায় সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চার স্তরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে
অন্যান্য বছরের ন্যায় স্থানীয় প্রশাসন ও দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষের সহযোগীতায়  নেত্রকোণায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে মহাদশমী পর্যন্ত দূর্গাপূজা উদ্যাপিত হবে এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী 
পোষ্ট :  বাংলাদেশ সময় : রবিবার রাত ১১ : ২৮ মিনিট, ২১ অক্টোবর, ২০১২

No comments:

Post a Comment