Wednesday, October 31, 2012

সুনেত্রর কর্মচারীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ১০

নেত্রকোণার আলো ডেস্ক : আজ বুধবার দুপুরে নেত্রকোণাও সুনামগঞ্জের তেল গ্যাস অনুসন্ধান প্রকল্প সুনেত্র গ্যাস কূপের কর্মচারীদের সাথে পুলিশের উপস্থিতিতে এলাকাবাসীর সংঘর্ষ বাধেঁবেলা ১২টা থেকে ২টা পর্যন্ত চলা এই সংঘর্ষে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ হয়এতে অন্তত ১০ জন এলাকাবাসী আহত হওয়ার কথা দাবী  করেছেন, সুনেত্র গণদাবী সংগ্রাম পরিষদের আহবায়ক মতিউর রহমান 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েস আলম জানান, ২ঘন্টাব্যাপী  এলাকাবাসী ও
সুনেত্র গ্যাস প্রকল্পের কর্মচারীদের মধ্যে চলা সংঘর্ষের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চারদিক থেকে লোকজন লাঠিসোটা নিয়ে সুনেত্র কূপের দিকে আসছিল এ অবস্থায় এলাকাবাসীর কাছে আমি মা প্রার্থনা করলে পরিস্থিতি শান্ত হয়

তিনি আরো জানান, গাভী গ্রামের কাচু মিয়া (৬০) নামে এক ব্যাক্তি মাথায় ইটের আঘাতে জখম হয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন আছেন

বিদ্যুসহ এলাকার জনগনের ন্যায্য দাবি দাওয়া আদায়ের লে দুপুর ১২টার দিকে সুনেত্র গন দাবি বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ধর্মপাশা উপজেলার গাভি গ্রামে সুনেত্র গ্যাস কূপ কার্যালয় ঘেরাও করেএ সময় সুনেত্র কর্মচারীদের সাথে ঘেরাওকারীদের সংঘর্ষ হয়সংগ্রাম পরিষদেও যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন পুলিশের নিক্রিয়তার অভিযোগ করে বলেন, বিনা উস্কানিতে শান্তিপূর্ন মিছিল ঘেরাও কর্মসূচীতে সুনেত্রের কর্মচারীরা হামলা চালিয়েছে

সুনেত্র গ্যাস কুপের অধিকর্তা  নজরুল ইসলাম  সুনেত্র কর্মচারীদের হামলায় জড়িত থাকার  কথা অস্বীকার করেছেন

পোষ্ট :  বাংলাদেশ সময় : বুধবার রাত ১১: ২০ মিনিট, ৩১ অক্টোবর, ২০১২    

No comments:

Post a Comment