নেত্রকোণা জেলার
পূর্বধলা উপজেলায় কুড়িকুনিয়া
গ্রামে দুই সন্তানের জননী সেলিনা আক্তার (২৫) ও ১১ মাসের মেয়ে শিশু সুমাইয়া আক্তারের ঝুলন্ত অবস্থায় থাকা
লাশ উদ্ধার করেছে পুলিশ। সেলিনা কুড়িকুনিয়া গ্রামের জেলে লুৎফুর রহমানের স্ত্রী।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা(ওসি)মোশারফ হোসেন জানান, লুৎফুর রহমান অন্য দিনের মত বুধবার রাত ১০টার
দিকে আহার
শেষে মাছ ধরতে চলে যান। রাতে মাছ ধরা শেষে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাড়িতে ফেরেন। ঘরের দরজা খুলে দেয়ার জন্যে স্ত্রী সেলিনাকে ডাকা ডাকি করতে থাকেন। লুৎফুরের ডাকা ডাকিতে প্র্রতিবেশী বেশ কয়েকজন চলে আসেন। ভেতর থেকে দরজা না খোলায় এক পর্যায়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় লুৎফুরেরও উপস্থিত প্রতিবেশীরা সেলিনা আক্তার ও শিশু সুমাইয়ার মৃত দেহ ঘরের আড়ার সাথে পড়নের কাপড় দিয়ে গলায় ফাস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ৫ বছরের ছেলে সাফিউর রহমানকে ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় পান তারা।
শেষে মাছ ধরতে চলে যান। রাতে মাছ ধরা শেষে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাড়িতে ফেরেন। ঘরের দরজা খুলে দেয়ার জন্যে স্ত্রী সেলিনাকে ডাকা ডাকি করতে থাকেন। লুৎফুরের ডাকা ডাকিতে প্র্রতিবেশী বেশ কয়েকজন চলে আসেন। ভেতর থেকে দরজা না খোলায় এক পর্যায়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় লুৎফুরেরও উপস্থিত প্রতিবেশীরা সেলিনা আক্তার ও শিশু সুমাইয়ার মৃত দেহ ঘরের আড়ার সাথে পড়নের কাপড় দিয়ে গলায় ফাস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ৫ বছরের ছেলে সাফিউর রহমানকে ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় পান তারা।
ওসি সেলিনা আক্তারের ভাই রফিকুল
ইসলামের বরাত দিয়ে জানান, প্রথম সন্তান সাফিউরের জন্ম হওয়ার পরপরই সেলিনা মানসিক
ভারসাম্যহীন হয়ে পরেন।একারনেই সেলিনা শিশু সন্তান সুমাইয়াকে ফাস লাগিয়ে
মারার পর নিজে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে
জানান ওসি।
ওসি আরো জানান, আজ বেলা তিনটার
দিকে ঘটনাস্থল থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর
আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে পূর্বধলা থানায় একটি
অপমৃত্যু মামলা হয়েছে।
প্রতিবেদন : লাভলু
পাল চৌধুরী
No comments:
Post a Comment