Monday, September 24, 2012

দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শারমিনের বিয়ে মঙ্গলবার

কেন্দুয়া (নেত্রকোণা): নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গগডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শারমিন আক্তারের বিয়ে রেজিষ্ট্রি করা হবে মঙ্গলবার দুপুরে

শারমিন মোজাফরপুর ইউনিয়নের গগডা বিন্নাখালি গ্রামের রঙ্গু মিয়ার মেয়েপাত্র একই গ্রামের
তবিয়ারগাতি পাড়ার মোগডাল মিয়ার ছেলে রাসেল

মঙ্গলবার এ বিয়ে সম্পন্ন করার সকল প্রস্তুতি শেষ করেছে বর ও কনের পরিবার

সোমবার সকালে এ বিয়ের খবর পেয়ে বর ও কনে পক্ষের বাড়ি যান গগডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দতারা উভয়পক্ষের লোকজনের সাথে কথা বলেন, এ বিয়ে ভেঙে দেয়ার জন্য

গগডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান সোমবার দেড়টার দিকে বাংলানিউজকে জানান, শারমিন আমার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর মেধাবী একজন ছাত্রীতার পরিবারের লোকজন শারমিনকে বিয়ে দিচ্ছে শুনে আমরা উভয়পক্ষের সাথে কথা বলেছিযাতে এ শিশু শারমিনকে বিয়ে দেয়া না হয়আমাদের কাছে উভয় পরিবারের লোকজন না বললেও মঙ্গলবার এ বিয়ে হবে বলে শোনা যাচ্ছে

প্রতিবেদন : জিয়াউর রহমান জীবন
পোষ্ট : বাংলাদেশ সময় : সোমবার বিকাল ৫: ৪৫ মিনিট, সেপ্টেম্বর ২৪, ২০১২ 

No comments:

Post a Comment