Monday, September 24, 2012

নেত্রকোণায় শ্রী শ্রী অনুকূলচন্দ্রের আবির্ভাব তিথি উৎসব

নেত্রকোণায় আজ উসবমুখর পরিবেশে শ্রী শ্রী অনুকুলচন্দ্রের ১২৫তম আবির্ভাব তিথি উসব উদযাপিত হচ্ছেএ উপলক্ষে কিশোর মেলা, মাতৃ সম্মেলন, ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর অয়োজন করা হয়
সকালে শহরের উকিলপাড়ার সসঙ্গ আশ্রম প্রাঙ্গনে জাতীয় ও সসঙ্গ পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়আশ্রম
প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়পরে মানব জাতির শান্তি কামনায় প্রার্থনা ও আলোচনা হয়আলোচনা করেন নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায়, জেলা সসঙ্গে সভাপতি দীপক কুমার সাহা, মানিক চন্দ্র সরকারসহ অন্যরা 

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
পোষ্ট : বাংলাদেশ সময় : সোমবার সন্ধ্যা ৬: ০৩ মিনিট, সেপ্টেম্বর ২৪, ২০১২ 

No comments:

Post a Comment