পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই বিভিন্ন গ্রামের নিরীহ ব্যক্তি ও পথচারী রয়েছে।
জানা যায়, আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেন্দুয়া
উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর ও পৌর শহরের চকপাড়া-সলফকমলপুর গ্রামবাসীর মধ্যে
সংঘর্ষ বাধে। সোমবার সকাল দশটা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এক পর্যায়ে ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রামের অন্তত ৪/৫হাজার
লোক। পুলিশের দাবী- সংঘর্ষ ঠেকানোর সময় সংঘর্ষকারীরা এক পর্যায়ে
পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে পুলিশের ১৫ সদস্য
আহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৩৪ রাউন্ড ফাঁকা গুলি ও ২৫ টি
টিয়ারসেল নিক্ষেপ করে। এরপরও পরিস্থিতি শান্ত না হলে প্রশাসন মাইকে প্রচার দিয়ে
চকপাড়া, সলফকমলপুর ও ছিলিমপুর এলাকায় জারী করে ১৪৪ ধারা। পুলিশের ওপর হামলার ঘটনায় থানা পুলিশের এস আই মিরাশ উদ্দিন বাদী হয়ে সোমবার
রাতে সংঘর্ষকারীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। সংঘর্ষ চলাকালে ও সংঘর্ষের পর জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা
ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এলাকাবাসীর অভিযোগ পুলিশ নির্বিচারে গণ গ্রেফতার করছে। গ্রেফতারকৃতদের অনেকেই উল্লেখিত গ্রামের বাসিন্দা না হলেও এরপরও নিরপরাধ ৯ মহিলা
সহ ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে ছিলিমপুর, চকপাড়া সলফকমলপুরসহ আশে পাশের গ্রামগুলোতেও গ্রেফতার আতংক বিরাজ করছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর শেখ বলেন, সংঘর্ষকারী ২৩২ জনের নাম উল্লেখ সহ বিপুল সংখ্যক লোকের বিরুদ্ধে পুলিশের ওপর
হামলার ঘটনায় মামলা হয়েছে এবং ৬১ জন গ্রেফতার হয়েছে।
পোষ্ট : বাংলাদেশ সময় : মঙ্গলবার রাত ১১: ০২ মিনিট, ১৩ নভেম্বর, ২০১২।
No comments:
Post a Comment