Wednesday, October 10, 2012

কেন্দুয়ায় কলেজ শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষকদের ক্লাস বর্জন

কেন্দুয়া, নেত্রকোণা: নেত্রকোণার কেন্দুয়া ডিগ্রী কলেজের ইংরেজী শিক্ষক আবুল বাশার মিয়াকে মঙ্গলবার লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষকরা বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন

কেন্দুয়া ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র নুরুজ্জামান রনি জানায়, আমরা বুধবার সকালে যথারীতি কলেজে ক্লাস করতে গেলে স্যারেরা
কোন ক্লাস করাননিস্যারদের সাথে কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্ররা অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর পর থেকেই আমাদের কলেজের পরিবেশ আর আগের মতো নেইপড়াশুনাও ঠিকমত হচ্ছে নাফলে লেখাপড়ার ব্যাঘাত ঘটছে

এ ব্যাপারে কেন্দুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর বুধবার ৩টার দিকে জানান, এ ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছিআজ থেকে কোন শিক্ষক ক্লাস করবে নাকলেজের পাঠদান পরিবেশ ভালো থাকলেও কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্ররা পরিবেশকে ভয়াবহ করে তুলছে 

উল্লেখ্য, মঙ্গলবার সকালে কলেজের ইংরেজী শিক্ষক মো: আবুল বাশার মিয়া কাস পরীক্ষা নেয়ার সময় কলেজছাত্র সাজিম, আবুল বাশার ও রিয়াদ বারান্দায় মোবাইল ফোনে উচ্চস্বরে গান বাজাচ্ছিলএ সময় শিক্ষক আবুল বাশার তাদেরকে গান বাজানো নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে তারা ওই শিক্ষককে গালিগালাজ ও এক পর্যায়ে শারিরীকভাবে লাঞ্চিত করেবিষয়টি অধ্যক্ষ সহ সকল শিক্ষকের নজরে গেলে শিক্ষকরা উচ্ছৃঙ্খল ওই ৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করতে যায়এ সময় অভিযুক্ত ছাত্ররা অধ্যক্ষ সহ সকল শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেয় এমনকি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুল হক ভূঞাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে উদ্যত হয়  এবং কলেজে ত্রাসের সৃষ্টি করে

পরে শিক্ষকরা সাধারণ ছাত্র ও পুলিশের সহযোগিতায় তাদের কবল থেকে রক্ষা পায়

প্রতিবেদন : জিয়াউর রহমান জীবন

পোষ্ট :  বাংলাদেশ সময় : বুধবার রাত ০৯ : ৫৪ মিনিট, ১০ অক্টোবর, ২০১২    

No comments:

Post a Comment