র্যাব-৯
এর
ক্যাপ্টেন তৌহিদুর
রহমান জানান
গোপন সূত্রের
সংবাদের ভিত্তিতে
পূর্বধলা উপজেলার
শ্যামগঞ্জ বাজার
সংলগ্ন জালশুকা
গ্রমের পেট্রল
পাম্প এলাকা
থেকে
একটি রিভলবার ও ৩১ রাউন্ড গুলিসহ মোবারককে আটক করা হয়েছে ।
একটি রিভলবার ও ৩১ রাউন্ড গুলিসহ মোবারককে আটক করা হয়েছে ।
মোবারক
একটি মোটর
সাইকেলে (ঢাকা
মেট্রো-হ-১৩-৯০১২)
করে যাওয়ার
সময় তাকে
আটকিয়ে র্যাব-৯
এর একটি
দল তাকে
চ্যালেঞ্জ করে। তার ব্যাগ
তল্লাশী করে
ইউ.এস.এ’র
তৈরী একটি
রিভলবার ও
৩১ রাউন্ড
গুলি উদ্ধার
এবং মোবারককে
আটক করে। পরে র্যাব-৯
এর ময়মনসিংহ
অফিসে মোবারককে
নিয়ে যাওয়া
হয়।
প্রতিবেদন : লাভলু পাল
চৌধুরী
পোষ্ট : বাংলাদেশ সময়
: মঙ্গলবার রাত ১১: ৫৫ মিনিট, ১৬ অক্টোবর,২০১২।
No comments:
Post a Comment