Tuesday, October 16, 2012

নেত্রকোণায় র‌্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

র‌্যাব- এর একটি দল  মঙ্গলবার সকাল ১১ টার দিকে নেত্রকোণার পূর্বধলা উপজেলার জালশুকা গ্রাম থেকে একটি রিভলবার গুলিসহ এক যুবককে আটক করেছেআটককৃত যুবক হচ্ছে পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের মৃত মহিউদ্দিন শেখের ছেলে মোবারক হোসেন (২৪)

র‌্যাব- এর  ক্যাপ্টেন তৌহিদুর রহমান জানান গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার সংলগ্ন জালশুকা গ্রমের পেট্রল পাম্প এলাকা থেকে
একটি রিভলবার ৩১ রাউন্ড গুলিসহ মোবারককে আটক করা হয়েছে

মোবারক একটি মোটর সাইকেলে (ঢাকা মেট্রো--১৩-৯০১২) করে যাওয়ার সময় তাকে আটকিয়ে র‌্যাব- এর একটি দল তাকে চ্যালেঞ্জ করেতার ব্যাগ তল্লাশী করে ইউ.এস. তৈরী একটি রিভলবার ৩১ রাউন্ড গুলি উদ্ধার এবং মোবারককে আটক করেপরে র‌্যাব- এর ময়মনসিংহ অফিসে মোবারককে নিয়ে যাওয়া হয়

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
পোষ্ট : বাংলাদেশ সময় : মঙ্গলবার রাত ১১: ৫৫ মিনিট, ১৬ অক্টোবর,২০১২

No comments:

Post a Comment