
জেলা গোয়েন্দা শাখার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ
কে এম কাউসার জানান, আগের
দুই দিনের রিমান্ড শেষ হওয়ায় আজ বিকাল সাড়ে ৫টার দিকে আয়েশা বেগম ও মাসুদকে নেত্রকোণা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সিদ্দিকুন আরেফিন চৌধুরীর আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন। পরে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুই দিনের রিমান্ড শেষ হওয়ায় আজ বিকাল সাড়ে ৫টার দিকে আয়েশা বেগম ও মাসুদকে নেত্রকোণা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সিদ্দিকুন আরেফিন চৌধুরীর আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন। পরে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাবেক সংসদ সদস্য
জালাল উদ্দিন তালুকদার হত্যা মামলার তদন্তভার
থানা পুলিশের কাছ থেকে শুক্রবার
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয় জানান জেলা গোয়েন্দা শাখার
ওসি ।
পুলিশ সুপার জয়দেব
কুমার ভদ্র জানান, শুক্রবার
বিকেল থেকে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে জালালের মৃত্যুর ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে। তবে এখনো জালাল
উদ্দিন তালুকদারের মৃত্যু রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি।
জেলা গোয়েন্দা
শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম
কাউসার শনিবার জানান, দুই
আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। পালাক্রমে
তাদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার
হোসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে
অনেক গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। তদন্তের
স্বার্থে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি। তবে তিনি জালাল উদ্দিন তালুকদারের সহায় সম্পত্তি নিয়েই এই ঘটনা বলে
মন্তব্য করেন। ফিংগার
প্রিন্টের প্রতিবেদন পাওয়ার পর জালাল তালুকদারের মাথায় কে গুলি করেছে তা নিশ্চিত
হওয়া যাবে বলে যোগ করেন তিনি।
সাবেক সংসদ সদস্য
জালাল উদ্দিন তালুকদার মাথায় আহত অবস্থায় গত মঙ্গলবার ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার
পর মারা যান। ময়নাতদন্তের সময়
তার মাথায় রিভলবারের একটি গুলি পাওয়া যায়।
পরে জালাল
তালুকদারের ছেলে কুতুব উদ্দিন তালুকদার রুয়েল জালালের দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগম ও তার ছেলে মাসুদেও নাম উল্লেখসহ
অজ্ঞাত আরো আসামি করে দুর্গাপুর থানায় মামলা করেন।
পোষ্ট : বাংলাদেশ সময় : রবিবার রাত ১০: ৫৭ মিনিট, সেপ্টেম্বর ৩০, ২০১২।
No comments:
Post a Comment