সাহিত্য কাগজ জলসিঁড়ি আয়োজিত প্রেসক্লাব সভাপতি মোহন মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের
মধ্যে বক্তব্য
রাখেন, সাংবাদিক রফিকুল ইসলাম, মাইকেল প্রদীপ বাউল, রাখী দ্রং, ওয়ালী হাসান, কবি লোকান্ত শাওন, আদিবাসী নেতা স্বপন হাজং, মতিলাল হাজং, এডভোকেট মানেশ সাহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, কমরেড আব্দুল্লাহ হক, অধ্যাপক শহীদ খান প্রমুখ।
রাখেন, সাংবাদিক রফিকুল ইসলাম, মাইকেল প্রদীপ বাউল, রাখী দ্রং, ওয়ালী হাসান, কবি লোকান্ত শাওন, আদিবাসী নেতা স্বপন হাজং, মতিলাল হাজং, এডভোকেট মানেশ সাহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, কমরেড আব্দুল্লাহ হক, অধ্যাপক শহীদ খান প্রমুখ।
বক্তারা বলেন,
ডাঃ অমর নাথ বিশ্বাসকে অমর করে রাখার জন্য
দুর্গাপুর একটি ভাস্কর্য অথবা তাঁর নামে একটি সড়কের নামকরণ করলে নতুন প্রজমেন্মর কাছে
জবাব দেয়া সহজ হবে।
অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন জলসিঁড়ি সম্পাদক দীপক সরকার জয়।
প্রতিবেদন : তোবারক হোসেন খোকন
পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার রাত ৯ : ২১মিনিট, ২৪ অক্টোবর, ২০১২।
No comments:
Post a Comment