আজ সোমবার নেত্রকোণা র মোহনগঞ্জে ৫ জন জুয়ারী ও ৩ জন মাদকসেবী প্রত্যেককে ১ মাস করে
কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। কারাদণ্ড প্রাপ্ত ৫ জুয়ারী হচ্ছে, মোহনগঞ্জ পৌর শহরের মাঝঘাট এলাকার জুয়েল, হিমেল, মনির, টেংগাপাড়া এলাকার, আফজাল ও জজ মিয়া। বাকী ৩ মাদকসেবী হচ্ছে, কমলপুর এলাকার লক্ষু মিয়া, কাচা বাজারের আবুল কাশেম ও গরুহাট্রা
এলাকার আবুল কালাম।
এলাকার আবুল কালাম।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ
জানান, রোববার রাত ১২টার দিকে
মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকায় একটি ঘরে জুয়া খেলা অবস্থায় জুয়েল, হিমেল,মনির, আফজাল ও জজ মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী ও সাড়ে ১২শত টাকা জব্দ করা হয়।
এছাড়াও রোববার রাত ১ টার দিকে লক্ষ মিয়া, কাশেম ও কালামকে কিছু পরিমান গাজাসহ আটক করা হয় । পরে তাদেরকে সোমবার বেলা ৩ টার দিকে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট মুহাঃ মিজানুর রহমান সরকারের ভ্রাম্যমান আদালতে সোর্পোদ করা হয়। ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দেন।
প্রতিবেদন : লাভলু
পাল চৌধুরী
No comments:
Post a Comment