নেত্রকোণার আলো ডট
কম : ক্ষুদ্র নৃ গোষ্ঠী
অধ্যুষিত নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে দুইদিন ব্যাপী প্রান বৈচিত্র্য
ও জীবনযাত্রা উৎসব। এসো মিলি প্রানে প্রান, বাচাই স্বদেশ গাই সমতার গান এই প্রতিপাদ্য বিষয় নিয়ে স্থানীয়
শহীদ মিনার প্রাঙ্গনে এই উৎসবের আয়োজন করে বারসিক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। উৎসব প্রাঙ্গনে বসে ২১টি ষ্টল। তিনশত দেশি ধানের জাত, দেশি শস্য ফসলের বীজ, দেশি ফল ও ঔষধি গাছ, আদিবাসী বাদ্যযন্ত্র ও অলংকার, দেশি কৃষিজ উপকরণ, দেশিয় পিঠা, জলজ প্রাণবৈচিত্র্য, হাওরাঞ্চলের পাখি, কুড়িয়ে পাওয়া শাকসিব্জ, জৈব পদ্ধতিতে উৎপাদিত শাকসব্জি, দেশি মাছ-কাঁকড়া-শামুক-মাকড়সা-ব্যাঙসহ প্রদর্শিত হয়। উৎসবের প্রথমদিন শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, যেমন খুশি তেমন সাজো, নারী-পুরুষ সংলাপ, কৃষক-কৃষাণী বক্তৃতামালা, স্কুল বিতর্ক প্রতিযোগীতাসহ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনী করা হয়। বিকাল ৫টায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, বারসিক কর্মকর্তা সুবোধ এম বাসকে, গবেষক পাভেল পার্থ, জেন্ডার ন্যায় বিচার কর্মসূচীর সমন্বয়কারী শংকর ম্রং । উৎসব মঞ্চে কৃষক-কৃষাণীরা তাদের বক্তব্যে শতশত আদিবাসী-বাঙালি নারী-পুরুষেরা স্থানীয় প্রাণসম্পদ ব্যবহার ও টিকিয়ে রাখা ও উন্নয়নের দাবি তুলে ধরেন।
শহীদ মিনার প্রাঙ্গনে এই উৎসবের আয়োজন করে বারসিক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। উৎসব প্রাঙ্গনে বসে ২১টি ষ্টল। তিনশত দেশি ধানের জাত, দেশি শস্য ফসলের বীজ, দেশি ফল ও ঔষধি গাছ, আদিবাসী বাদ্যযন্ত্র ও অলংকার, দেশি কৃষিজ উপকরণ, দেশিয় পিঠা, জলজ প্রাণবৈচিত্র্য, হাওরাঞ্চলের পাখি, কুড়িয়ে পাওয়া শাকসিব্জ, জৈব পদ্ধতিতে উৎপাদিত শাকসব্জি, দেশি মাছ-কাঁকড়া-শামুক-মাকড়সা-ব্যাঙসহ প্রদর্শিত হয়। উৎসবের প্রথমদিন শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, যেমন খুশি তেমন সাজো, নারী-পুরুষ সংলাপ, কৃষক-কৃষাণী বক্তৃতামালা, স্কুল বিতর্ক প্রতিযোগীতাসহ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনী করা হয়। বিকাল ৫টায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, বারসিক কর্মকর্তা সুবোধ এম বাসকে, গবেষক পাভেল পার্থ, জেন্ডার ন্যায় বিচার কর্মসূচীর সমন্বয়কারী শংকর ম্রং । উৎসব মঞ্চে কৃষক-কৃষাণীরা তাদের বক্তব্যে শতশত আদিবাসী-বাঙালি নারী-পুরুষেরা স্থানীয় প্রাণসম্পদ ব্যবহার ও টিকিয়ে রাখা ও উন্নয়নের দাবি তুলে ধরেন।
পোষ্ট : বাংলাদেশ সময় : শুক্রবার সকাল ৯: ৩১ মিনিট, সেপ্টেম্বর ২৮, ২০১২।
No comments:
Post a Comment