Monday, October 29, 2012

মদনে দু’পক্ষের সংঘর্ষ আহত ১২

পরিতোষ দাস, মদন (নেত্রকোণা) : নেত্রকোণা জেলার মদন উপজেলায় হাসনপুর গ্রামে ঈদের দিন সন্ধ্যায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১২ জন আহত হয়েছে। চাচা কুতুব আলী ভাতিজা আবু তালেবের বাড়ীতে কোরবানির
পশুর গোস্ত পাঠালে ফেরত দেয়এতে সে ক্ষিপ্ত হয়ে পাওনা ২ লাখ টাকা ফেরত দিতে ভাতিজাকে চাপ সৃষ্টি করেএরই জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেআহত রোজ আলী, খোকন, বানেছা, আবুল কাশেম ও কুতুব উদ্দিনকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছেবাকি আহত মঞ্জিল, কাঞ্চন, নূরজাহান, আবু তালেব, রহিছা, আখি ও সাহেদ আলী স্থানীয় ডাক্তারের চিকিসাধীন রয়েছে। 
মদন থানার ওসি মাহাবুবুর রহমান জানান,  ঘটনায় দুপক্ষই থানায় অভিযোগ করেছেন। 

পোষ্ট :  বাংলাদেশ সময় : সোমবার সন্ধ্যা ৬ : ৩৩ মিনিট, ২৯ অক্টোবর, ২০১২    

No comments:

Post a Comment