
অতিথি ছিলেন বনপা’র উপদেষ্টামন্ডলীর সভাপতি টাইমস অব বাংলা’র সম্পাদক মেজর ( অব:) এমএম মেহবুব রহমান । সভায় অনলাইন গণমাধ্যম খসড়া নীতিমালা’১২ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। প্রকাশিত অনলাইন গণমাধ্যম খসড়া নীতিমালা’১২ কে স্বাধীন সংবাদ মাধ্যমের কন্ঠরোধ করার ’কালো আইন’ আখ্যা দিয়ে তা প্রত্যাখান করে বনপা এবং যে কোন মূল্যে ওই নীতিমালা প্রতিরোধ করারও সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সাথে অনলাইন সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুন্ন রেখে বনপা’র পক্ষ থেকে একটি সু-নিদিষ্ট নীতিমালা প্রণয়ণের জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং আগামী ৩০ সেপ্টেম্বর বনপা কর্তৃক প্রনীত নীতিমালা নিয়ে কমিটি বৈঠক করার সিদ্ধান্ত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বনপা’র সহ-সভাপতি বাংলা খবর ২৪ ডটনেট, এর সম্পাদক এ্যাড: জাহাঙ্গীর আলম, হ্যালো-টু ডে’র সম্পাদক আলী কদর পলাশ, বনপা’র সাধারণ সম্পাদক প্রাইম নিউজ বিডি ডটকম এর সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, আইটি বিষয়ক সম্পাদক ভয়েজ অব বাংলা এর সম্পাদক মিজানুর রহমান হেলাল, দ্যা নিউজ ৭১ এর সম্পাদক জাহিদ জামান, বিজয় নিউজ ২৪ ডটনেট এর বিএম শফিকুল ইসলাম মিঠু প্রমুখ। সভা পরিচালনা করেন বনপা’র সাংগঠনিক সম্পাদক সময় নিউজ ২৪ ডটকম এর সম্পাদক দেওয়ান মশিউর রাজা চৌধুরী
No comments:
Post a Comment