Wednesday, September 19, 2012

শাওন শহীদ স্মৃতি বিদ্যাপীঠের দায়িত্ব নেয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা

কেন্দুয়া (নেত্রকোণা): হুমায়ূন স্ত্রী মেহের আফরোজ শাওন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার হুমায়ূন আহমেদের নিজগ্রাম কুতুবপুরে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের দায়িত্ব নেয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে
সোমবার দুপুরে শাওন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ পরিদর্শনে এলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নেন এবং তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে বিদ্যালয় পরিচালনা ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ
আলোচনা করেন এ সময় তিনি বলেন, হুমায়ূন আহমেদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা চান
শহীদ স্মৃতিবিদ্যাপীঠের দশম শ্রেণীর শিক্ষার্থী তানিয়া আক্তার ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশফিকুর রহমান জানায়, শাওন ম্যাডাম আমাদেরকে বলেছেন আমরা যেন হুমায়ূন স্যারের স্বপ্ন পূরণের জন্য ভালোভাবে লেখাপড়া করিআমরাও প্রতিজ্ঞা করেছি ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করব
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, শাওন ম্যাডাম স্কুলে আসায় এবং স্কুলের দায়িত্ব নেয়ার আমরা দারুণভাবে অনুপ্রাণিত হয়েছিহুমায়ূন স্যারের শূন্যতা ম্যাডাম পূরণ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান জানান, শাওন ম্যাডাম আগেও বহুবার হুমায়ূন স্যারের সঙ্গে স্কুলে এসেছেনতবে সোমবারের আসাটা ছিল ভিন্ন রকমকারণ স্যারের মতো একজন অভিভাবককে হারিয়ে আমরা যখন বিদ্যালয়টি নিয়ে নানারকম দুশ্চিন্তায় ছিলাম ঠিক এমন সময় শাওন ম্যাডাম এসে স্যারের দায়িত্বটি নিলেনএতে আমাদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছেআগামী বছর এসএসসি পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পাবে বলে আশা করছি

প্রতিবেদন : জিয়াউর রহমান জীবন
 পোষ্ট : বাংলাদেশ সময় : বুধবার রাত ৯: ৫৫ মিনিট, সেপ্টেম্বর ১৯, ২০১২   

No comments:

Post a Comment