Tuesday, September 25, 2012

২৯ সেপ্টেম্বর বনপা’র সাধারণ সভা

প্রেস বিজ্ঞপ্তি : এতদ্বারা বাংলাদেশ অনলাইন নিউজ পেপার এ্যাসোসিয়েশন (বনপা)র সকল সম্মানীত সদস্যদের জ্ঞাত করানো যাচ্ছে যে, আগামী ২৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় বনপার সাধারণ সভা অনুষ্ঠিত হবেউক্ত সভায় প্রধান অতিথি থাকবেন বনপার উপদেষ্টা মন্ডলীর সভাপতি মেজর ( অব:) মেহেবুব রহমানসভাপতিত্ব করবেন বনপার কেন্দ্রীয়
কমিটির সভাপতি শামসুল আলম স্বপন
উক্ত সভায় সকল সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো
ধন্যবাদান্তে:
দেওয়ান মশিউর রাজা চৌধুরী ( রিপন)
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ অনলাইন নিউজ পেপার এ্যাসোসিয়েশন (বনপা), কেন্দ্রীয় কমিটি
মোবা: ০১১৯৫৩২০৯০৩
আলোচ্য সূচি :
১. অনলাইন গণমাধ্যম খসড়া নীতিমালা-১২ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন
২. বনপার কেন্দ্রীয় কমিটির পূর্ণবিন্যাস
৩. পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন
৪. নতূন সদস্য অর্ন্তভূক্তি
৫.বিবিধ
সভার স্থান:
জিনিয়াল প্রাইভেট লি:, বাড়ি # ০৪, রোড # ০৫, শেকসন # ০৬, ব্লক # , মিরপুর ১০, ঢাকা ১২১৬
সময়: বিকাল ৪ টা ,
তারিখ: ২৯ই সেপ্টেম্বর ২০১২


নেত্রকোণার আলো ডট কম, ডেস্ক। 
পোষ্ট : বাংলাদেশ সময় : মঙ্গলবার রাত ১১: ০০ মিনিট, সেপ্টেম্বর ২৫, ২০১২ 

No comments:

Post a Comment