Tuesday, October 16, 2012

নেত্রকোণায় ওষুধের দোকানে অভিযান, জরিমানা আদায়

আজ দুপুরে নেত্রকোণা শহরের বিভিন্ন  ওষুধের দোকানে ড্রাগ লাইসেন্স না থাকা, ড্রাগ লাইসেন্স নবায়ন না করা, মেয়াদোত্তীর্ন ওষুধ, দোকানের অপরিস্কার নোংরা পরিবেশ, বিক্রয় নিষিদ্ধ ওষুধ রাখাসহ নানা অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেএসময় অনিয়মের অভিযোগে হান্নান মেডিকেল হল থেকে দুই হাজার টাকা, কনক মেডিকেল হল থেকে পাচ হাজার টাকা, বিসমিল্লাহ মেডিকেল হল থেকে দেড় হাজার টাকা, চৈতী মেডিকেল হল থেকে
এক হাজার টাকাসহ ১০টি ওষুধের দোকান থেকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়এসময় বেশ কিছু নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ন ওষুধ জব্দ করা হয় 
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আফজাল হোসেন ও ময়মনসিংহ অঞ্চলের ড্রাগ সুপার ওয়াহিদুর রহমান

প্রতিবেদন : লাভলু পাল চৌধুরী
পোষ্ট :  বাংলাদেশ সময় : মঙ্গলবার রাত ৯ : ৫০ মিনিট, ১৬ অক্টোবর, ২০১২      

No comments:

Post a Comment