দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় কুল্লাগড়া ইউনিয়নের
সীমান্তবতী আদিবাসী এলাকা পাঁচকাহনীয়া গুচছ গ্রামে কোরিয়ান দাতা সংস্থা গ্লোবাল ভিশন
এর অর্থায়নে এলাকার দুঃস্থ শিশুদের সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষে একটি অত্যাধুনিক ‘‘গুচ্ছগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়’’ এর উদ্ভোধন করা হয় গতকাল শুক্রবার। উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান সাইদুর রহমান পাঠান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
গ্লোবাল ভিশন এর কান্ট্রি ডিরেক্টর জে ওয়াং লি, পরিচালক জি জং ইনচা, আওয়ামী নেতা আলী উছমান তালুকদার, ফজলুল হক,
শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল, পুর্ন মোহন হাজং, পালপুরোহিত মাইকেল পি বাউল, স্কুলের প্রধান শিক্ষক
মিল্টন হাজরা প্রমুখ।
প্র্রতিবেদন : তোবারক হোসেন খোকন
No comments:
Post a Comment