জানা যায়,
শুক্রবার সন্ধ্যায় ৩টি মটর সাইকেল যোগে ৬জন
পথচারী কেন্দুয়া থেকে আটপাড়া
যাওয়ার পথে কেন্দুয়া-মদন সড়কের কাইঞ্জারখাল নামক স্থানে পৌছলে ডাকাতরা তাদের গতিরোধ করে ১টি প্লাটিনা ১০০ সিসি মটর সাইকেল এবং আটপাড়া উপজেলার হরিপুর গ্রামের রোকনের কাছ থেকে ১৭ হাজার, ইকরাটিয়া গ্রামের হীরার কাছ থেকে ২৭ হাজার, শাহ আলমের কাছ থেকে বিল্লালের কাছ থেকে ৪ হাজার টাকা, কৈলং গ্রামের আসাদুলের কাছ থেকে ১৯ হাজার ও শ্রীরামপাশা গ্রামের রোকন উদ্দিনের কাছ থেকে ১৮ হাজার টাকা ডাকাতরা ছিনিয়ে নিয়ে যায়। রোকন জানান, আমাদের পথরোধ করে ডাকাতরা ১টি মটর সাইকেল নিয়ে যায় এবং অন্য ২টি রাস্তার পাশে ফেলে রাখে। পরে টহলরত পুলিশের সহযোগীতায় ফেলে রাখা মটর সাইকেলগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কেন্দুয়া খবর এসআই মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে
থানার ফোর্স ও টহলরত পুলিশ ঘটনাস্থলে যায়। যাওয়ার পথে কেন্দুয়া-মদন সড়কের কাইঞ্জারখাল নামক স্থানে পৌছলে ডাকাতরা তাদের গতিরোধ করে ১টি প্লাটিনা ১০০ সিসি মটর সাইকেল এবং আটপাড়া উপজেলার হরিপুর গ্রামের রোকনের কাছ থেকে ১৭ হাজার, ইকরাটিয়া গ্রামের হীরার কাছ থেকে ২৭ হাজার, শাহ আলমের কাছ থেকে বিল্লালের কাছ থেকে ৪ হাজার টাকা, কৈলং গ্রামের আসাদুলের কাছ থেকে ১৯ হাজার ও শ্রীরামপাশা গ্রামের রোকন উদ্দিনের কাছ থেকে ১৮ হাজার টাকা ডাকাতরা ছিনিয়ে নিয়ে যায়। রোকন জানান, আমাদের পথরোধ করে ডাকাতরা ১টি মটর সাইকেল নিয়ে যায় এবং অন্য ২টি রাস্তার পাশে ফেলে রাখে। পরে টহলরত পুলিশের সহযোগীতায় ফেলে রাখা মটর সাইকেলগুলো উদ্ধার করা হয়।
পোষ্ট : বাংলাদেশ সময় শনিবার রাত ০৯ : ১৮ মিনিট পি এম / ০৭ ডিসেম্বর ১২।
No comments:
Post a Comment