Sunday, December 9, 2012

নেত্রকোণায় বেগম রোকেয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার, (নেত্রকোণা) : বোগম রোকিয়া দিবস উপলক্ষে আজ রবিবার নেত্রকোণা হাউস মিলন আয়োতনে সকাল ১১ টায় বাল্যবিবাহ এবং নারীর মতায়ন শীর্ষক উন্মুক্ত আলোচনা  ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় নেত্রকোনা অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) নাজমুন্নাহার মান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিস মাহমুদ, প্রভাষক মতিন্দ্র সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন তুহিন আক্তার,সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রওশনা খানম প্রমূখ

পোষ্ট : বাংলাদেশ সময় রবিবার রাত ১১ : ৩৫  মিনিট পি এম / ০৯ ডিসেম্বর ১২     

No comments:

Post a Comment