Sunday, December 9, 2012

নেত্রকোণায় অবরোধ : ৩ বিএনপি নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, (নেত্রকোণা) :  কেন্দ্রীয় বিএনপি আহুত অবরোধ কর্মসূচী চলাকালে নেত্রকোণা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা রবিবার সকালে চল্লিশা বাজারের সন্নিকটে একটি বাস ও কয়েকটি টেম্পু  ভাংচুর করেপুলিশ এ সময় বিএনপি নেতা
সেলিম, মিজান ও মাসুমকে গ্রেফতার করেপরে স্থানীয় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ মোটর সাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে অবরোধ বিরোধী মিছিল বের করে নেত্রকোণা থেকে শ্যামগঞ্জ পর্যন্ত প্রদক্ষিণ করে

পোষ্ট : বাংলাদেশ সময় রবিবার রাত ১১ : ৪৫ মিনিট পি এম / ০৯ ডিসেম্বর ১২    

No comments:

Post a Comment