Wednesday, December 5, 2012

নেত্রকোণায় চলছে ১১ দিনব্যাপী রাস পূর্ণিমা উৎসব

নেত্রকোণার আলো ডেস্ক : নেত্রকোণা জেলা শহরের নরসিংহ জিউর আখড়ায় ৬০ তম বর্ষপূর্তিতে রাস পূর্ণিমা উপলক্ষে চলছে ১১দিন ব্যাপী উসব ২৭ নভেম্বর শুরু হয় ৭২ প্রহর হরিনাম সংকীর্ত্তন৮ ডিসেম্ববর শ্রী কৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্ত্তন, নগরপরিক্রমা ও মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে শেষ হবে এই উসব
সবে প্রতিদিন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী পূরুষ এই উসবে যোগ দিচ্ছেন
আখড়ার নাটমন্দিরে কীর্ত্তন পরিবেশন করছেন খুলনা, যশোর, গোপালগঞ্জ, কুমিল্লা, সিলেট ও নেত্রকোণা জেলার কীর্ত্তনীয়া দল
ভারতের মিতা মন্ডল, বগুড়ার কৃষ্ণা দেবনাথ ও টাঙ্গাইলের নিহারবালা দাস ৬ ও ৭ ডিসেম্ববর পরিবেশন করবেন অষ্টকালীন লীলাকীর্ত্তন
সব উপললে আখড়া প্রাঙ্গনে বসেছে মেলা মেলায় দোকানীরা নানা পন্যের পসরা সাজিয়ে বসেছেন। 

পোষ্ট : বাংলাদেশ সময় বুধবার রাত ১০ : ৩৫ মিনিট ০৫ ডিসেম্বর ১২।    







No comments:

Post a Comment