Monday, December 10, 2012

দুর্গাপুরে জালাল হত্যা কান্ডের বিচারের দাবীতে আদালত ভবন ঘেরাও

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা) থেকে: নেত্রকোনা জেলার দুর্গাপুরে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার এর নৃশংস হত্যা কান্ডের বিচারের দাবীতে ‘‘জালাল হত্যার প্রতিবাদ পরিষদ’’ দুর্গাপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট ভবন ঘেড়াও করেছে
উল্লেখ্য যে, গত ২৫ সেপ্টেম্বর সাবেক এমপি তার নিজ শয়নকে গুলিতে নিহত হয়েছেন, সেই
প্রক্ষিতে তাঁর একমাত্র পুত্র শাহ্ কুতুব উদ্দীন তালুকদার রুয়েল বাদী হয়ে তার স মা, ও তার ছেলে মাসুদ ইকবাল কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেদীর্ঘ প্রায় তিন মাস পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ প্রশাসন এ হত্যার কোন কুল কিনারা করতে পারছেনাগত ২ নভেম্বর আসামীদের দুর্গাপুর কোর্টে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেনগতকাল ছিল আসামী হাজিরা ও শুনানীর দিনএরই প্রতিবাদে গতকাল সোমবার স্থানীয় ‘‘জালাল হত্যার প্রতিবাদ পরিষদ’’ দুর্গাপুর কোর্ট ভবন ঘেড়াও করেপরিস্থিতি সামলাতে না পেরে পুলিশ প্রশাসন আসামীদের উক্ত আদালতে হাজির করেনিআদালত চত্বরে জালাল হত্যার প্রতিবাদ পরিষদ এর আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ এর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ আঃ হান্নান, আব্দুর রাজ্জাক, মোঃ চাঁন মিয়া, নুরুল ইসলাম, গৌতম চক্রবর্তী, হাসিম উদ্দিন, রহিত মিয়া প্রমুখ

পোষ্ট : বাংলাদেশ সময় সোমবার রাত ৭ : ৫০ মিনিট পি এম / ১০ ডিসেম্বর ১২    

No comments:

Post a Comment