সনদপত্র বিহীন ডাক্তার আর লাইসেন্স বিহীন ওষুধের দোকানের ছড়াছড়ি নেত্রকোনার গ্রাম্য হাটবাজার গুলোতে। এই সব ডাক্তারদের
খপ্পড়ে পড়ে হুমকির মুখে রয়েছে গ্রমীন জনপদের লাখ লাখ সাধারন মানুষের স্বাস্থ্যসেবা ।
খপ্পড়ে পড়ে হুমকির মুখে রয়েছে গ্রমীন জনপদের লাখ লাখ সাধারন মানুষের স্বাস্থ্যসেবা ।
নেত্রকোনার গ্রাম্য বাজার চল্লিশা। এই বাজারের সাইনবোর্ডধারী এক স্বঘোষিত চিকিৎসক হলেন ডাক্তার আজিজুল হক। তিনি পল্লী ডাক্তার
পরিচয় দিয়ে গর্ভবতী মা, হৃদরোগে আক্রান্ত ও শিশু রোগীসহ সব ধরনের জটিল রোগীর চিকিৎসা করে যাচ্ছেন অবলীলায়। তার কোন সনদ কিংবা প্রাতিষ্ঠানিক প্রশিনও নেই। এই বাজরের আরেক চিকিৎসক হলেন ডাক্তার মোঃ ইসমাইল। তিনি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যনের নিকট থেকে ডাক্তারী সনদ নিয়ে এলাকায় বড় ডাক্তার সেজেছেন। তারা দুই জনেই লাইসেন্স বিহীন নিজের ওষুধের দোকনে বসে প্রতিদিন অনেক রোগীর জটিল ও কঠিন রোগের চিকিৎসা করছেন। শুধু আজিজুল বা ইসমাইল নন নেত্রকোনার প্রত্যন্ত হাওর ও পাহাড়ী জনপদসহ গ্রামাঞ্চলে এ রকম অন্তত দুই হাজার লাইসেন্স বিহীন ওষুধের দোকান ও স্বঘোষিত ডাক্তার রয়েছেন। ওষুধের লেবেলে লেখা দেখে অথবা কোন ডাক্তারের কাছে শুনেই এসব ডাক্তারদের যত চিকিৎসা সেবা। আর ভয়াবহ এই চিকিৎসা সেবার আবর্তে পড়ে ঘুরপাক খাচ্ছে গ্রামীন জনপদের লাখ লাখ অশিতি ও দরিদ্র মানুষের জীবন।
এই সব চিকিৎসকদের চিকিৎসা খুবই ঝুকিপূর্ন স্বীকার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডাঃ সাহিদ উদ্দিন আহমেদ।
সনদ বিহীন ওষুধের দোকান ও চিকিৎসকদের দৌরাত্ম রোধ করে জেলার গ্রামের সাধারন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে সরকার এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।
প্রতিবেদন - লাভলু পাল চৌধুরী
ইনডিপেনডেন্ট টিভি, নেত্রকোনা প্রতিনিধি
No comments:
Post a Comment