আজ শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার মদন উপজেলার দেওয়ান বাজারে রোটারী কাব
অব মতিঝিল, আর আই জেলা-৩২৮০ ঢাকা এর উদ্যোগে দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে
হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণ উপলক্ষে সন্ধ্যা সাড়ে
৬টায় দেওয়ান জাহের বখত ওয়াক্ফ এস্টেট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন এস্টেটের মোতাওয়ালী ও পৌর মেয়র আলহাজ্ব দেওয়ান মোদাচ্ছের হোসেন
শফিক। এতে বক্তব্য রাখেন শিক্ষিকা
আনোয়ারা জেবুন্নাহার, মদন প্রেসকাব সভাপতি
এ,টি,এম আঃ হাই, সাংবাদিক পরিতোষ দাস, শামছুর রহমান প্রমূখ। আলোচনা শেষে ১০জন দুঃস্থ
প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
প্রতিবেদন - লাভলু পাল চৌধুরী
No comments:
Post a Comment