Saturday, June 30, 2012

নেত্রকোনার দুর্গাপুরে গ্রামবাসীর সংঘর্ষে বাবা-ছেলে নিহত, ৩ জন আহত


নেত্রকোনার ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকার দূর্গাপুর উপজেলার পলাশগড়া গ্রামে আজ শনিবার সকালে জমির বিরোধ নিয়ে দুই
দল গ্রামবাসীর সংঘর্ষে বাবা-ছেলে নিহত ও ৩ জন আহত হয়েছে
      নিহতরা হচ্ছেন পলাশগড়া গ্রামের বিল্লাল মিয়া (৫২) ও তার ছেলে আল-আমিন (২৫)আহতরা হলো একই গ্রামের আইনুল হক (৩০) হানিফ মিয়া (২৫) ও লাল মিয়া (২৫)আহতদেরকে আশংকাজনক অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র জরুরি বিভাগের কর্তব্যরত চিকিসক বাবুল সাহা জানান,  হানিফ মিয়া ও  লাল মিয়ার বুকে ও লাল মিয়ার ডান হাতে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছেতাদের অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে
      দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পলাশগড়া গ্রামের সেকান্দর মিয়া ও  বিল্লাল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে  একটি জমি নিয়ে বিরোধ চলছিলআজ সকাল পৌনে ৯টার  দিকে সেকান্দর মিয়া তার লোকজন নিয়ে  বিরোধপূর্ন এই জমিতে পানি ছাড়তে  যায়  এসময় বিল্লাল মিয়া তার লোকজন নিয়ে তাদের নিষেধ করেএক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়প্রায় আধা ঘন্টাব্যাপী এই সংঘর্ষ চলার সময় ৫ জন আহত হয়  আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আহত বিল্লাল মিয়া (৫২) ও তার ছেলে আল-আমিন (২৫) মারা যানহতাহতরা সবাই বিল্লাাল মিয়ার পরে লোকজন
দুপুর সাড়ে ১২টায় দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন মুঠোফোনে ঘটনাস্থল থেকে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছেএলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছেঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছেমামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি

প্রতিবেদন - লাভলু পাল চৌধুরী

No comments:

Post a Comment