বাবা মায়ের সামনে লাশ হলো নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর
মেধাবী ছাত্রী মাইশা আনজুম শ্বেতা। শনিবার সন্ধ্যায়
নেত্রকোনা জেলা শহরের সাতপাই চাঁনখারমোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার চাকার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হয় তার। সে শহরের মসজিদ কোয়ার্টার এলাকায় ডাঃ দীন ইসলামের মেয়ে।
নেত্রকোনা জেলা শহরের সাতপাই চাঁনখারমোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার চাকার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হয় তার। সে শহরের মসজিদ কোয়ার্টার এলাকায় ডাঃ দীন ইসলামের মেয়ে।
শ্বেতার চাচা এটিএম রাজ্জাক জানান, শনিবার পূর্বধলা উপজেলার বিন্না গ্রামের আব্দুল হালিম টিটুর বাড়ি থেকে বিয়ের দাওয়াত
খেয়ে বাবা-মায়ের সাথে শ্বেতা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসায় ফেরার সময় সাতপাই চাঁনখারমোড়
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় তার ওড়না গলায় পেচিয়ে গেলে দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক রওশন আরা খান জানান,
শ্বেতার মৃত্যুতে স্কুল বন্ধ রেখে আজ শোক দিবস পালন করা হচ্ছে ও সকাল ৮টায় স্কুলে দোয়া মাহফিল করা হয়েছে। শ্বেতার আগের স্কুল মধুমাছি কচিকাচা বিদ্যানিকেতনও শ্বেতার অকাল প্রয়ানে এক দিনের
ছুটি ঘোষনা করে শোক পালন করছে।
রাজ্জাক আরো জানান, আজ রোববার শ্বেতার রাজউক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল। শ্বেতা তিন ভাই বোনের মধ্যে সবার ছোট। বেলা সাড়ে ১১টার দিকে
যানাজা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
প্রতিবেদন - লাভলু পাল চৌধুরী
No comments:
Post a Comment